Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে মেহের আফরোজ শাওন

মেহের আফরোজ শাওন
মেহের আফরোজ শাওন
[publishpress_authors_box]

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এর বাইরে এ সম্পর্কে এখন পর্যন্ত কোনও তথ্য জানানো হয়নি।

শাওনের আরেক পরিচয় তিনি বাংলাদেশের প্রখ্যাত লেখক ও পরিচালক প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলায় শাওনের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়িটি শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি।

শাওনের মা বেগম তহুরা আলী ১৯৯৬ সাল থেকে ২০০১ মেয়াদে এবং ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওনও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চেয়েছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত