Beta
সোমবার, ৮ জুলাই, ২০২৪
Beta
সোমবার, ৮ জুলাই, ২০২৪

টাইব্রেকার এলে নির্ভার থাকেন মেসি

মেসি-৬৪
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ইকুয়েডর কখনও হারাতে পারেনি আর্জেন্টিনাকে। এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও পারেনি। তবে আর্জেন্টিনার ঘাম ঝরিয়ে ছেড়েছে দলটি। ম্যাচ নিয়ে গিয়েছিল টাইব্রেকারে। যদিও এমিলিয়ানো মার্তিনেসের দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালের আনন্দ করেছে আলবিসেলেস্তেরা। আরেকবার পেনাল্টি শুটআউটে নিজের সামর্থ্যের প্রমাণ রাখলেন আর্জেন্টিনা গোলকিপার।

২০২১ সালের কোপা আমেরিকা কিংবা ২০২২ সালের বিশ্বকাপ- টাইব্রেকার এলেই এমিলিয়ানোর বিশ্বস্ত গ্লাভসের ঝলক। এবারের কোপা আমেরিকাতেও সেই ঝলক দেখা গেল। একটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে- টাইব্রেকার হলে এমিলিয়ানো তো আছেনই। লিওনেল মেসিও বিশ্বাস রাখেন এই গোলকিপারের ওপর। পেনাল্টি শুটআউট এলে তিনি বরং নির্ভার থাকেন আরও বেশি।

টাইব্রেকারে ইকুয়েডরের দুটি শট ঠেকিয়েছেন এমিলিয়ানো। দুর্দান্ত পারফর্ম করা এই গোলকিপার প্রসঙ্গে মেসি বলেছেন, “দিবু (এমিলিয়ানো) সবসময়ই এখানে দুর্দান্ত। এই মুহূর্তে (টাইব্রেকার) সে যেন আরও অসাধারণ হয়ে ওঠে। পেনাল্টি শুটআউটে আমরা ওর ওপর বিশ্বাস রাখি। এমনকি ম্যাচ শুরুর আগেও আমরা এই ব্যাপারে নিশ্চিত থাকি যে, টাইব্রেকার হলে চিন্তা নেই। দিবু সত্যি দুর্দান্ত।”   

আর্জেন্টিনার পেনাল্টি শুটআউটে নায়ক যদি হন এমিলিয়ানো, তাহলে ভিলেন মেসি! কারণ টাইব্রেকারে তার শটটিই মিস হয়। লাগে পোস্টবারে। নিজের মিস নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, “আমি ভীষণ ক্ষুব্ধ। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম, এভাবে (পানেনকা) কিক করব। কিন্তু কাজ হয়নি।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত