Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

আর্জেন্টিনাকে সুখবর দিলেন মেসি

মেসি-৬১
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর থেকে চোটসমস্যা প্রকট হয়েছে লিওনেল মেসির। ইন্টার মায়ামির বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন তিনি। কোপা আমেরিকাতে এসেও পিছু ছাড়তে না ইনজুরি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি। কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন কিনা, তা নিয়েও আছে সংশয়। তবে আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর হলো, অনুশীলনে ফিরেছেন তাদের অধিনায়ক।

শুক্রবার (৫ জুলাই) শেষ আটের লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। হিউস্টনের এই ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন মেসি।

৬ দিন পর প্রথমবার অনুশীলনে নেমেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। ২৫ জুন চিলির বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জেতা ম্যাচে সবশেষ মাঠে দেখা গিয়েছিল মায়ামি ফরোয়ার্ডকে। গত শনিবার পেরুর বিপক্ষে ম্যাচ বেঞ্চে বসে দেখতে হয়েছে তাকে।

মেসির চোট নিয়ে স্পষ্ট কিছু জানাননি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে দেশটির সংবাদ মাধ্যমের খবর, কুচকি কিংবা ঊরুর সমস্যায় ভুগছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে না পারায় কোয়ার্টার ফাইনালে মেসির না খেলার খবরও দিয়েছে বেশ কয়েকটি মিডিয়া।

তবে অনুশীলনে ফিরে আর্জেন্টিনাকে সুখবর দিলেন মেসি। এএফএ জানিয়েছে, অনুশীলনে নামার আগে স্ট্রেচ করেছেন এই ফরোয়ার্ড। পরে দলের যোগ দেন বাকিদের সঙ্গে।

এবারের কোপা আমেরিকায় এখনও পর্যন্ত গোলের তালা খুলতে পারেননি মেসি। গ্রুপ পর্বে এই প্রথম গোলহীনভাবে থাকতে হয়েছে তাকে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত