Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

টিকেটে এখনও বসেনি ভ্যাট, আগের ভাড়াতেই চলছে মেট্রোরেল

আগের ভাড়াতেই চলাচল করা যাচ্ছে মেট্রোরেলে। ফাইল ছবি/সকাল সন্ধ্যা
আগের ভাড়াতেই চলাচল করা যাচ্ছে মেট্রোরেলে। ফাইল ছবি/সকাল সন্ধ্যা
Picture of জ্যেষ্ঠ প্রতিবেদক, সকাল সন্ধ্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক, সকাল সন্ধ্যা

মেট্রোরেলের টিকিটের দামের ওপর এখনও বসেনি মূল্য সংযোজন কর বা ভ্যাট।

সোমবার থেকে ১৫ শতাংশ মূসক বা ভ্যাট বসানোর কথা থাকলেও সেটি কার্যকর হয়নি। ফলে আগের নির্ধারিত ভাড়াতেই চলাচল করা যাচ্ছে মেট্রোরেলে।

মেট্রোরেল কর্তৃপক্ষ (ডিএমটিসিএল) জানিয়েছে, টিকেটের দামের ওপর ১৫ শতাংশ ভ্যাট বসবে কিনা সে ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্তের অপেক্ষায় আছে তারা।

বিকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক সকাল সন্ধ্যাকে বলেন, “মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট যুক্ত হবে কিনা, সে বিষয়ে আমরা এনবিআরের সিদ্ধান্তের অপেক্ষা করছি। সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের নির্ধারিত ভাড়াতেই মেট্রোরেলে চলাচল করা যাবে।”

বর্তমান ভাড়ার সঙ্গে ভ্যাট যুক্ত হলে কিছু খুচরা অঙ্ক তৈরি হবে, ভাড়া তখন পয়সার হিসাবে চলে যাবে জানিয়ে তিনি বলেন, “আমাদের বর্তমান যে কারিগরি ব্যবস্থা সেখানে এই খুচরা অর্থ গ্রহণ বা ফেরত দেওয়ার পদ্ধতি যুক্ত নেই। ফলে এক্ষেত্রে কিছু সমস্যা আছে।”

এ সংক্রান্ত সমস্যা সমাধানে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বৈঠক আছে জানিয়ে এম এ এন সিদ্দিক বলেন, সেখানে উদ্ভূত পরিস্থিতি তুলে ধরা হবে। এরপর বিষয়টি বোঝা যাবে।

২০২৩ সালে মেট্রোরেলের টিকেটের ওপর ভ্যাট আরোপের উদ্যোগ নেয় এনবিআর। এ বিষয় নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকও হয়। তবে ভ্যাট আরোপ থেকে এনবিআর শেষ পর্যন্ত পিছিয়ে আসে। পরে ২০২৩ সালের মে মাসে এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত মেট্রোরেলের টিকেটের ওপর ভ্যাট মওকুফের কথা জানানো হয়।

রবিবার সেই সময়সীমা শেষ হলেও টিকেটের দামের ওপর ভ্যাট আরোপ হয়নি। সোমবার সকালে মেট্রোরেলের কয়েকটি স্টেশন ঘুরে দেখা গেছে, যাত্রীরা পূর্ব নির্ধারিত ভাড়াতেই মেট্রোরেলে চলাচল করতে পারছেন। অর্থাৎ তাদের ভ্যাট দিতে হচ্ছে না।

ভাড়া বাড়েনি মেট্রোরেলে। সোমবার সকালে যাত্রীদের চাপও দেখা গেল আগের মতোই। ছবি : সকাল সন্ধ্যা

মেট্রোরেলে টিকেটের দামের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের বেশ কিছু কারণ উল্লেখ করে ডিএমটিসিএলের পক্ষ থেকে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির এমডি বলেন, “মেট্রোরেলে ভ্যাট প্রত্যাহার কেন করা উচিত– এমন প্রায় ১৫টি কারণ উল্লেখ করে আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে এনবিআরকে চিঠি দিয়েছি।

“সেই চিঠির জবাব এখনও আসেনি। এ জন্য ১ জুলাই থেকে ভ্যাট যুক্ত করে ভাড়া আদায়ে এনবিআরের কোনও তৎপরতা নেই। তাই আগের ভাড়াতেই মেট্রোরেলে চলাচল করা যাবে।”

২০২২ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। গত বছর থেকে চালু হয় মতিঝিল পর্যন্ত। প্রতিদিন কমবেশি আড়াই লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন।

মেট্রোরেলে যেকোনো দূরত্বে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা, এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হলে তা দাঁড়াবে ২৩ টাকায়। বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোর ভাড়া ১০০ টাকা, সেখানে ভ্যাট যুক্ত হলে গুনতে হবে ১১৫ টাকা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত