Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

মেট্রোরেল। ফাইল ছবি
মেট্রোরেল। ফাইল ছবি
[publishpress_authors_box]

ঢাকার আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মেট্রোরেল নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বুধবার তাদের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এ তথ্য জানায়।

অনিবার্য কারণে বুধবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে ফেইসবুক পোস্টে জানায় ডিএমটিসিএল।

তবে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে জানিয়ে পোস্টে বলা হয়, আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।

এছাড়া সাময়িক অসুবিধার জন্য ফেইসবুক পোস্টে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর ও লুটপাটের প্রেক্ষাপটে টানা ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন দুটি বন্ধ রেখেই চলছিল মেট্রোরেলের কার্যক্রম।

গত রবিবার মেট্রোরেলের বন্ধ থাকা কাজীপাড়া স্টেশন পরিদর্শন করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। সেদিন তিনি দ্রুততার সঙ্গে কাজীপাড়া স্টেশন চালুর পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু করার ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

এর মধ্যে বুধবার সকালে অনিবার্য কারণে আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকার কথা জানাল মেট্রোরেল নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত