বাংলাদেশ থেকে সরে গেছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কার পাশাপাশি এর অন্যতম কারণ বিশ্বকাপের অনেক দেশের বাংলাদেশ সফরে সতর্কতা থাকা। অক্টোবরে বাংলাদেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলেরও।
এরই অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন দক্ষিণ আফ্রিকার চার সদস্যের পর্যবেক্ষক দল। প্রোটিয়াদের ক্রিকেট অপারেশনস ম্যানেজার, সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি আছেন এই দলে।
বিদেশি দলের বাংলাদেশ সফরের আগে এভাবে প্রতিনিধিদলের আসাটা পুরোনো রীতি। তবে বাংলাদেশ থেকে মেয়েদের বিশ্বকাপ সরে যাওয়াতেই এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের আসাটা।
রবিবার দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছেন প্রতিনিধি দল। আজ (সোমবার) প্রথম টেস্টের মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন তারা।
সেই প্রতিনিধি দলের সামনেই বাংলাদেশ সেনাবাহিনীর করেছে নিরাপত্তা মহড়া। মাঠে কেউ হামলা করলে প্রতিহত করা হবে কীভাবে এর মহড়া করেছেন সেনা সদস্যরা।
পাশাপাশি আকাশ থেকে নজর রাখা আর মাঠে দ্রুত হেলিকপ্টার এসে খেলোয়াড়দের উদ্ধার করার মহড়াও দেওয়া হয়েছে।
প্রতীকী অভিযান পরিচালনা করা হয়েছে ড্রেসিংরুমেও।মহড়ায় ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস।