Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪
Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪

এটি ‘বেনজীর বাজেট’ : ফখরুল

শুক্রবার বিকালে ডিআরইউতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে ডিআরইউতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের এবারের প্রস্তাবিত বাজেট ‘কালো টাকা বাজেট’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এও বলেন, এটি একটি ‘বেনজীর বাজেট’; বেনজীর তো এখন সবদিকেই।

শুক্রবার বিকালে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “বাজেট নিয়ে কথা বলার দরকার নেই। আপনি ডেইলি স্টারের ফ্রন্ট পেইজের কার্টুনটা দেখেন যে, একটা বিশাল হাতি কতগুলো সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ওপরে উঠে বসে আছে…। এই চমৎকার কার্টুনটা দেখবেন- তাহলে বাজেটের চেহারা বুঝে যাবেন।

“এই বাজেট হচ্ছে কালো টাকার বাজেট। কালো টাকা কী করে সাদা করা যায়, তার বাজেট; কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে, তার বাজেট। … কী করে দুর্নীতি আরও বিস্তৃত করা যায় তার বাজেট।”

মির্জা ফখরুল বলেন, “ট্রান্সপোর্ট সেক্টর- সবচেয়ে বেশি দুর্নীতি এই সেক্টরে তাই না ভাই? ট্রান্সপোর্ট সেক্টরে সবচেয়ে বেশি চুরি হয় বলেই সেই কারণে সেখানে করাপশন বেশি। আনপ্রোডাক্টিভ খাতগুলো… ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই … কিন্তু অবকাঠামোগুলো তো উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে।

“এখানে দেখুন, বাজেটে ক্যাপিটাল ম্যাসিনারিজের ওপর ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল ম্যাসিনারিজে ট্যাক্স বাড়ানোর অর্থ কী? অর্থ হচ্ছে- এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়। যন্ত্রপাতি যাতে আমদানি করতে না পারে, কলকারাখানা না হয়।”

তিনি বলেন, “একজন এখানে বলেছেন, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব… এইসব কথা বলে কোনও লাভ হবে না। যদি আমরা এই ভয়াবহ দানব মনেস্টার… পুরোপুরি মনেস্টার (আওয়ামী লীগ সরকার), একে যতক্ষণ পর্যন্ত সরাতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমার তথা সাধারণ মানুষের পকেটে টাকা আসবে না।

“অনেকে বলেছেন, এই সরকার মিথ্যার ওপরে টিকে আছে। সকল পরিসংখ্যান ফলস, বানানো তৈরি করা। আপনি কার ওপরে ভিত্তি করে প্ল্যানিং করবেন? সর্বত্র এখন বেনজীরের দুর্নীতি।”

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত এই বাজেটকে ‘বেনজীর বাজেট’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বেনজীর তো এখন সবদিকেই। তিনি আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি র‍্যাবের সাবেক ডিজি ছিলেন। তিনি যা ঘটিয়েছেন তাও বেনজীর। এখন বাজেট হচ্ছে সেটাও বেনজীর। সাবেক সেনা প্রধান (আজিজ আহমেদ)- তিনি যা ঘটিয়েছেন, তাও বেনজীর। আমাদের সবকিছুই এখন বেনজীর।”

এই পরিস্থিতি থেকে উত্তরণে তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

ঢাকার সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

‘শহীদ জিয়াউর রহমানের গৃহীত কর্মসূচি ও নীতি : বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূলভিত্তি’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি।

অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম ওবায়দুল ইসলাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত