Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

এবারের আইপিএলও শেষ মার্শের

মার্শ-৪১
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ঋষভ পান্ত ফিরেছেন অধিনায়ক হয়ে। আত্মবিশ্বাসে ভরপুর দিল্লি ক্যাপিটালস শুরু করল আইপিএলের নতুন মৌসুম। এবার ট্রফি ধরা দেবে- এই আশায় বুক বাঁধে ভারতের রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু চরম নির্মম বাস্তবতা দেখতে হচ্ছে তাদের। দলীয় হতশ্রী পারফরম্যান্সের পর আরও বড় ধাক্কা খেল দিল্লি। আইপিএল শেষ হয়ে গেছে দলের অন্যতম তারকা মিচেল মার্শের।

হ্যামস্ট্রিং চোট পেয়ে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এই অলরাউন্ডার ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়া। দিল্লি আশা করেছিল, মৌসুমের পরের অংশে তাকে পাওয়া যাবে। তবে দলটির কোচ রিকি পন্টিং দিয়েছেন দুঃসংবাদ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে তিনি জানিয়েছেন, মার্শ আর আইপিএলে ফিরছেন না।

এ নিয়ে টানা দুই মৌসুম আইপিএল থেকে ছিটকে গেছেন মার্শ। গত মৌসুমে তিনি ৯ ম্যাচ খেলেছিলেন দিল্লির জার্সিতে। আর এবার চার ম্যাচ খেলেই থামতে হলো। পন্টিং তার না ফেরার বিষয় নিশ্চিত করেছেন, তবে দিল্লি ফ্র্যাঞ্চাইজি থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

ডান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়া ফিরে যান মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের অন্যতম সেরা খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। তাই নিজেদের তত্ত্বাবধনে রেখে পুনর্বাসন করতে চেয়েছে। কিন্তু এখন পন্টিং জানালেন, এই ক্রিকেটারের ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি ।

এনডিটিভিকে অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলেছেন, “আমার মনে হয় না সে (মার্শ) ফিরবে। ক্রিকেট অস্ট্রেলিয়া তার পুনর্বাসনের জন্য দেশে ফিরিয়ে নিতে চেয়েছে, আমরাও দ্রুততম সময়ে তাকে পাঠিয়ে দিয়েছি।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে খুব দিন বাকি নেই। জুনের শুরুতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে কুড়ি ওভারের বিশ্ব আসর। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকার কথা মার্শের। বিশ্বকাপের আগে মার্শকে নিয়ে তারা ঝুঁকি নিতে চাইবে কিনা, সেই আলোচনা আগে থেকেই ছিল।

যদিও পন্টিং বলছেন অন্য কথা, “দুই সপ্তাহ হলো তার পুনর্বাসনের কাজ চলছে। একদিন ওর সঙ্গে আমার কথা হয়েছে। শুরুতে যে রকম মনে হয়েছিল, তার চেয়ে বেশি সময় লাগছে (সেরে উঠতে)। আমার মনে হয় না টি-টোয়েন্টি বিশ্বকাপ এখানে কোনও ইস্যু।”

এবারের আইপিএলে মাত্র চার ম্যাচ খেলেছেন মার্শ। ব্যাট করেছেন যে তিন ইনিংসে, সেখানে তার সর্বোচ্চ স্কোর ছিল ২৩ রানের। উইকেট পেয়েছেন মাত্র একটি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত