Beta
বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

সালাহর কীর্তিতে উড়ন্ত লিভারপুল, ডুবন্ত ম্যানইউ

জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ। ছবি : এক্স
জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ। ছবি : এক্স
[publishpress_authors_box]

বড়দিনের আগে বড় জয়ই পেল লিভারপুল। টটেনহামকে তারা বিধ্বস্ত করল ৬-৩ গোলে। ২০১৪ সালে ম্যানসিটির পর লিগে ঘরের মাঠে এবারই প্রথম ৫ বা বেশি গোল হজম করল টটেনহাম। এছাড়া ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন তাদের হারিয়েছিল ৭-২ ব্যবধানে।

৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলের হয়ে জোড়া গোল মোহাম্মদ সালাহ ও লুইস দিয়াসের। একটি করে গোল ম্যাক অ্যালিস্টার ও ডোমিানিকের। টটেনহামের হয়ে একটি করে গোল ফেরান জেমস মেডিসন, ক্লুসেভেসকি ও ডমিনিক সোলাঙ্কা।

জোড়া গোলে অনন্য এক কীর্তি গড়েছেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে বড়দিন বা ২৫ ডিসেম্বরের আগে করলেন ১৫ গোল ও ১০ অ্যাসিস্ট। লিভারপুলও ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে এক নম্বরে।

বড়দিনের আগে লিভারপুল উড়ন্ত জয় পেলেও রীতিমতো ডুবন্ত হাল ম্যানচেস্টার ইউনাইটেড ও হামজা চৌধুরীর ক্লাব লিস্টার সিটির। ওল্ড ট্রাফোর্ডেম্যানইউ ৩-০ গোলে হেরেছে বোর্নমাউথের কাছে।

বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পাওয়া হামজা চৌধুরী বাঁচাতে পারেননি লিস্টারকে। উলভসের কাছে তারা হেরেছে ৩-০ গোলে। আর এভারটন-চেলসি ম্যাচটি হয়েছে ড্র।

প্রিমিয়ার লিগের ফল

টটেনহাম ৩ : ৬ লিভারপুল

লিস্টার ০ : ৩ উলভস

ম্যানইউ ০ : ৩

এভারটন ০ : ০ চেলসি

১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চেলসি আছে দুইয়ে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ম্যানইউ ১৩ নম্বর আর ১৪ পয়েন্ট নিয়ে হামজার লিস্টার আছে ১৭ নম্বরে।

আরেকটি হারে ম্যানইউ নেমে গেছে পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে।

ওল্ড ট্রাফোর্ডে ৬০ শতাংশ বলের দখল রেখে খেলে পোস্টে ২৩টি শট নিয়েও গোল আদায় করতে পারেনি ম্যানইউ। তবে নিজেদের সুযোগগুলো কাজে লাগিয়ে তিন গোল আদায় করে নেয় বোর্নমাউথ। একটি করে গোল দেজান হুইসেন, জাস্টিন ক্লুইভার্ট ও আন্তোনে সেমেনয়ু।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত