Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

এবার মোহামেডান শক্তিশালী আবাহনী তরুণ

mohammedan-team-19_04_2024
[publishpress_authors_box]

গত আগস্টে রাজনৈতিক পালা বদলের পর ক্রিকেটেও যে এর প্রভাব পড়বে তা জানাই ছিল। ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের দিকে তাকালে তা স্পষ্ট হয়। এবার শক্তিশালী দল গড়ছে মোহামেডান। এদিকে ক্রিকেট লিগের সর্বোচ্চ চ্যাম্পিয়নরা এবার দল গড়ছে তরুণদের নিয়ে।

মোহামেডান আগেই নাম লিখিয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তাদের সঙ্গে দলটিতে আগে থেকেই নাম লেখানো মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, আরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন ও রনি তালুকদার আছেন।

নতুন করে মোহামেডানে নাম লেখাচ্ছেন আবাহনীর হয়ে খেলা তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন। এই দুইজন ছাড়াও আবাহনী থেকে নাইম শেখ, লিটন দাস, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম দল ছাড়ছেন। এতে আবাহনী একেবারেই ‘ভাঙা হাট।’

আবাহনীর হয়ে দলে আছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ও রাকিবুল হাসান। তাঁদের সঙ্গে মোহাম্মদ মিঠুন, পারভেজ হোসেন ইমন যোগ দিচ্ছেন। এছাড়া পেসার নাহিদ রানা, রিপন মণ্ডল এবং মৃত্যুঞ্জয় চৌধুরীও আবাহনীর হয়েই খেলতে পারেন। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের দুই তরুণ অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি ও এসএম মেহেরব-এরও আবাহনীর হয়ে খেলা একপ্রকার নিশ্চিত।

তবে মোহামেডানের পর দ্বিতীয় সেরা দল গড়তে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দুইবার রানার্সআপ হওয়া দলটি তানজিদ হাসান তামিম এবং জিসান আলমকে নিচ্ছে। এছাড়া মাহমুদুল হাসান জয়, তৌফিক খান তুষার, আকবর আলী, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজাও এই দলে যোগ দিতে যাচ্ছেন।

এই তরুণদের সঙ্গে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের সঙ্গেও আলোচনা করছে দলটি।  দলে নেয়ার চেষ্টায় রূপগঞ্জ।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হেচ্ছে ৩ মার্চ থেকে। ২২ ও ২৩ ফেব্রুয়ারি হবে দলবদল। এবার ১২টি দল গতবারের চেয়ে ৩ লাখ বেশি ১৫ লাখ টাকা করে অনুদান পাচ্ছে। এছাড়া জার্সি তৈরির জন্য ৭৫ হাজারের পরিবর্তে পাচ্ছে ১ লাখ টাকা করে। গতবারের মতো এবারও বিদেশি ক্রিকেটার থাকছেন না লিগে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত