Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

লাল-সবুজে পুরো বাংলাদেশের দল হতে চায় রংপুর রাইডার্স

rangpur 2
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

রংপুর রাইডার্সের সমার্থকই হয়ে গিয়েছিল নীল রং। ম্যাচ তো বটেই, অনুশীলনেও নীল জার্সিতে ঘাম ঝরাতেন ক্রিকেটাররা। সেই রংপুরের অনুশীলন জার্সি বদলে গেল এই মৌসুমে।

বৃহস্পতিবার অনুশীলনে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে উৎসর্গ করে লাল-সবুজ রংয়ের বিশেষ জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। জার্সির ওপর রক্তিম লাল রঙে বাংলাদেশের পতাকা হাতে ছাত্র-জনতার অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। শহীদদের তাজা রক্তকে বোঝানো হয়েছে ওপরে ছড়ানো ছিটানো ছোপ ছোপ লাল রঙ দিয়ে। নিচের দিকে বাংলাদেশের পতাকাসহ আছেন বিপ্লবী জনতা।

গ্লোবাল সুপার লিগের জন্য সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের তত্ত্ববধানে মিরপুরে বৃহস্পতিবার এমন জার্সিতেই অনুশীলন শুরু করেছে রংপুর। আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ যাবে তারা।

জার্সির এই পরিবর্তন নিয়ে বৃহস্পতিবার মিরপুরে ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর শানিয়ান তানিম বললেন, ‘‘আপনারা যেমন দেখতে পাচ্ছেন, লাল ও সবুজ। আমরা সাধারণত রংপুর রাইডার্সে নীল থিমে জার্সি পরি। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অন্তত আমাদের অনুশীলন জার্সিতে লাল-সবুজের দাগ থাকা উচিত।’’

জার্সির নিচের অংশের বিপ্লবী জনতার উপস্থিতির ব্যাখ্যা দিয়েছেন শানিয়ান তানিম। পাশাপাশি তিনি জানালেন পুরো বাংলাদেশের দল হয়ে উঠার কথা, ‘‘নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশের পতাকাসহ অনেক মানুষ দেখা যাচ্ছে। যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে। ওভাবে করে আমরা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর শুধু এখন রংপুরের দল না, পুরো বাংলাদেশের দল।’’

অনুশীলন জার্সির লাল-সবুজ জুলাইয়ের স্মৃতি ফিরিয়ে আনা নিয়ে শানিয়ান তানিম বললেন, ‘‘আমার কাছে মনে হয় না শুধু ওটার জন্য। যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। ফর অ্যা লার্জার পিকচার, বাংলাদেশে একটা বড় পরিবর্তন এসেছে, আমরা আশা করছি যে যে পরিবর্তনটাই হবে বাংলাদেশে; সেটা ভালোর জন্য হবে। সবমিলিয়ে আমি মনে করি আমরা এই পুরো জার্সিটাকে পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণায় যদি এই জার্সিটা দেখে একটু হলেও রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।’’

গ্লোবাল সুপার লিগে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ছাড়াও আছেন সৌম্য সরকার, সাইফ হাসান, রিশাদ হোসেন, আফিফ হোসেনরা। রংপুরের সহকারী কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বাস্তববাদী টুর্নামেন্টটা নিয়ে।

নিজেদের লক্ষ্য নিয়ে আশরাফুল জানালেন, ‘‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-টোয়েন্টি, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরম্যান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’’

বিপিএলে রংপুর রাইডার্সের পর জাতীয় দলে কোচিংয়ের ইচ্ছে আছে কিনা, জানতে চাইলে আশরাফুল বললেন, ‘‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় যেতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’’

জাতীয় দলের নতুন সহকারী কোচ এখন মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে আশরাফুল বললেন,‘‘ বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত