Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ফাইনালের অঙ্ক আর সিরাজ-হেডের সত্যি-মিথ্যার লড়াই

হেডকে আউট করে আক্রমণাত্মক মেজাজে তাকে মাঠে ছাড়তে বলেছিলেন সিরাজ। ছবি : এক্স
হেডকে আউট করে আক্রমণাত্মক মেজাজে তাকে মাঠে ছাড়তে বলেছিলেন সিরাজ। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

শুরু থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ছিল ভারত। শেষ দিকে এসে হঠাৎ ছন্দপতন। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০’তে হোয়াইটওয়াশ হয়েছে রোহিত শর্মার দল। অ্যাডিলেডে আজ (রবিবার) ১০ উইকেটে হেরে পয়েন্ট টেবিলে ভারত নেমে গেছে তিন নম্বরে।

৬০.৭১ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা দুইয়ে উঠে এসেছে ৫৯.২৬ শতাংশ পয়েন্ট নিয়ে। ভারত তিনে আছে ৫৭.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান পোর্ট এলিজাবেথ টেস্টে জিতলে দক্ষিণ আফ্রিকা উঠে আসবে এক নম্বরে। চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত প্রোটিয়াদের লিড ৩১২ রানের। কঠিন হয়ে ওঠা পিচে তাদের হারাতে বিশেষ কিছুই করতে হবে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চারে থাকা লঙ্কানদের।

ভারতকে ফাইনাল খেলতে হলে জিততে হবে শেষ তিন টেস্টের তিনটিই। আর কোনো ম্যাচ হারলে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ফলের ওপর। তবে ভারত যদি বোর্ডার-গাভাস্কার সিরিজ হেরে যায় সেক্ষেত্রে ফাইনালের অঙ্ক মিলিয়ে যাবে একপ্রকার।

ম্যাচ সেরা ট্রাভিস হেডকে অভিনন্দন জানাচ্ছেন রোহিত শর্মা। ছবি : এক্স

এদিকে অ্যাডিলেড টেস্টটা উত্তাপ ছড়িয়েছে ট্রাভিস হেড ও মোহাম্মদ সিরাজের দ্বন্দ্বে।  হেড ১৪০ রানে আউট হয়েছেন সিরাজের বলে।  হেডকে আউট করেই আক্রমণাত্মক মেজাজে তাকে মাঠে ছাড়তে বলেছিলেন সিরাজ। চলে যাওয়ার সময় হেড কিছু একটা বলেন সিরাজকে। দুই চোখ বড় করে সিরাজও দেখান ক্ষোভ।

হেডের দাবি আউট হওয়ার পর তিনি সিরাজকে বলেছেন, তার বলটা ভালো হয়েছে। তবে সিরাজ বলছেন এটা মিথ্যাচার!

এ নিয়ে সিরাজ বললেন, “আমি প্রথমে ওকে কিছুই বলিনি। আমি সেলিব্রেট করছিলাম। তখনই ও আমাকে খারাপ কথা বলে। এরপর সংবাদ সম্মেলনে এসে যা বলল, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। পরিষ্কার দেখাও যাচ্ছে, হেড আমাকে কী বলেছে। আমরা সবাইকে সম্মান করি। ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু ও যেটা করেছে, সেটা একেবারেই ঠিক নয়।”

এ নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বললেন,‘‘ অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সিরাজের আগ্রাসনকে সমর্থন করা। তবে এরও একটা সীমা আছে। বিপক্ষকে দুয়েকটা কথা বলা খারাপ কিছু নয়। মাথায় রাখতে হবে আগ্রাসন যেন অতিরিক্ত না হয়ে যায়। সেটা খেয়াল রাখা আমারও দায়িত্ব। সিরাজ জানে দলের জন্য কী করতে হয়। যা ঘটেছে, তা আমরা মাঠেই ফেলে এসেছি।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত