বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টিকর্ম মোনালিসা কে না দেখেছেন! ষোড়শ শতকে ছবিটি এঁকে সাড়া ফেলে দিয়েছিলেন ইতালির এই চিত্রকর।
প্যারিসের ল্যুভর জাদুঘরে বেশ যত্ন করে রাখা মোনালিসা। জাদুঘরে প্রহরা তো রয়েছেই, বাড়তি নিরাপত্তার জন্য ছবিটির সামনে বসানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। তারপরও যেন মোনালিসাকে ঠিক রক্ষা করা যাচ্ছে না, তার ওপর হামলা চলছেই।
সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, মোনালিসার দিকে স্যুপ ছুড়ে মারছেন দুই ব্যক্তি।
বিবিসি জানিয়েছে, স্বাস্থ্যকর ও টেকসই খাবারের দাবিতে মোনালিসার দিকে রবিবার হঠাৎ স্যুপ নিক্ষেপ করেন দুই বিক্ষোভকারী। সে সময় তারা বলছিলেন, “আমাদের কৃষিব্যবস্থা অসুস্থ।”
জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিছুদিন ধরে বিক্ষোভ করছেন ফ্রান্সের কৃষকরা। শুক্রবার তারা রাজধানী প্যারিসের ভেতরে ও বাইরে প্রধান সড়ক অবরোধ করেন।
মোনালিসার ওপর প্রথম হামলা হয় গত শতাব্দীর পঞ্চাশের দশকের শুরুতে। সে সময় একজন দর্শনার্থী মোনালিসার দিকে অ্যাসিড ছুড়ে মারেন। সেই ঘটনার পর মোনালিসার সামনে বসানো হয় কাচ।
এরপর ১৯১১ সালে ল্যুভর থেকে চুরি হয়ে যায় মোনালিসা। কাজটি করেছিলেন জাদুঘরেরই এক কর্মী, নাম ভিনসেঞ্জো পেরুজ্জা। ছবিটি চুরি করতে সারারাত জাদুঘরের ভেতরে এক আলমারিতে লুকিয়ে ছিলেন তিনি। পেরুজ্জার চৌর্যকর্ম সেসময় বিশ্বে ব্যাপক আলোড়ন ফেলেছিল।
ঘটনাটির দুই বছর পর ইতালির ফ্লোরেন্স শহরে এক পুরোনো জিনিসপত্রের ব্যবসায়ীর কাছে মোনালিসা বিক্রির চেষ্টা করলে ধরা পড়েন পেরুজ্জা। উদ্ধার হয় অমূল্য চিত্রকর্মটি।
২০১৯ সালে ল্যুভর জাদুঘর জানায়, মোনালিসার সামনে আরও স্বচ্ছ বুলেটপ্রুফ কাচ বসানো হচ্ছে।
এর তিন বছর পর ২০২২ সালে একজন অ্যাক্টিভিস্ট মোনালিসার দিকে কেক ছুড়ে পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। এর মাধ্যমে তিনি পৃথিবী নিয়ে চিন্তা করতে সকলের প্রতি আহ্বান জানান।