Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

দেখা দেয়নি চাঁদ, বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার

চাঁদ দেখা কমিটি মঙ্গলবার বৈঠকে বসে।
চাঁদ দেখা কমিটি মঙ্গলবার বৈঠকে বসে।
[publishpress_authors_box]

শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় বসেছিল জাতীয় চাঁদ দেখা কমিটি, কিন্তু বাংলাদেশের কোথাও চাঁদ দেখার খবর তাদের কাছে আসেনি। এরপর কমিটি সিদ্ধান্ত দিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল পরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের কোনও জেলায় চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে এবার রমজান মাস হবে ৩০ দিনের। শাওয়াল মাস গণনা শুরু হবে বৃহস্পতিবার থেকে।

হিজরি সালের রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।

বৃহস্পতিবার ঢাকায় জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় হবে ঈদুল ফিতরের প্রধান জামাতের সময় নির্ধারিত রয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বুধবার ঈদুল ফিতর হবে। সাধারণত বাংলাদেশের এক দিন আগে সেখানে চাঁদ দেখা যায়।

এদিকে ঈদুল ফিতরে তিন দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে বুধবার থেকে। তিন দিনের ছুটির পর শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিন ছুটি থাকছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত