প্রথমবার গোল্ডেন গ্লোবস জয়ের উদযাপন করলেন রাতভর নাচে। এর চেয়ে ভালো উদযাপন আর কীইবা করতে পারেন ড্যামি মুর? দ্য সাবস্টেন্স সিনেমটির জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেই এই উদযাপন অভিনেত্রীর।
মঙ্গলবার ড্যামি মুর তার ইনস্টাগ্রামে হ্যান্ডেলে ওই নাচের ভিডিও পোস্ট করলে মুগ্ধতা জানায় অনেকেই।
এখানেই শেষ নয়। আলাদা এক পোস্টে, ড্যামি মুর পোস্ট করেছেন পার্টির বেশ কিছু ছবি ভিডিও। যেখানে হাস্যজ্জ্বল অভিনেত্রী পুরষ্কার হাতে ক্যামেরা বন্দী হয়েছেন। পার্টিতে তিনি পরেছেন চেরি বালচের আকর্ষণীয় লাল পোশাক। ছবির ক্যাপশনে লেখা “গোল্ডেন গ্লোবস আফটার পার্টি ফান”।
এর আগে গোল্ডেন গ্লোবস জেতার পর ইনস্টাগ্রামে পুরষ্কার হাতে ছবি পোস্ট করেছিলেন ড্যামি মুর। আর ক্যাপশনে লিখেছিলেন “সকালে ঘুম থেকে উঠে, এখনও বিশ্বাস করতে পারছিনা। কিন্তু এই সম্মান এবং স্বীকৃতির জন্য ভীষণ আনন্দ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা অনুভব করছি। আপনার সমর্থন ভালোবাসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ গোল্ডেন গ্লোবস।”
এবারের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানের আকর্ষণীয় দিক ছিল ড্যামি মুরের শক্তিশালী বক্তব্য। পুরষ্কারের মঞ্চে তিনি তার দীর্ঘ অভিনয় যাত্রার কথা উল্লেখ করেন।
ড্যামি মুর তার বক্তব্যে বলেন, “সত্যি বলতে আমি এটা একেবারেই আশা করিনি। সত্যিই চমকে গেছি। দীর্ঘদিন ধরে অভিনয় করছি, প্রায় ৪৫ বছরেরও বেশি, আর এই প্রথম অভিনেতা হিসেবে পুরষ্কার জিতলাম। আমি সতিই কৃতজ্ঞ।”
কোওয়ালি ফাগজা নির্মিত দ্য সাবস্ট্যান্স ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছিল।