Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

টিপুর ১০ : ওয়ারফেইজ থেকে উইনিং

WhatsApp Image 2024-06-14 at 13.21.36
[publishpress_authors_box]

৯০ দশকের কিশোর-তরুণদের মাতোয়ারা করা সেইসব গান। মিলেনিয়াল প্রজন্ম পেরিয়ে পৌঁছেছে জেন জি’র কানেও। সেইসব গানের ৮ শিল্পী-গীতিকারের পছন্দের ১০টি করে গান তুলে এনেছে সকাল সন্ধ‍্যা।

বাংলাদেশের হার্ড রক ও মেটাল ব্যান্ড ওয়ারফেইজ ব্যান্ডের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। ১৯৮৬ সালে ওয়ারফেইজ গঠনের এক বছর পর যুক্ত হন। এছাড়াও, তিনি পেন্টাগন ও উইনিং ব্যান্ডে বাজানোর জন্যও পরিচিত। আজম খানের ব্যান্ড উচ্চারণে দুই বছর ড্রাম বাজান। তার পছন্দের ১০টি গান।

🌻 অবাক ভালোবাসা

১৯৯৪ | ব্যান্ড : ওয়ারফেইজ | অ্যালবাম : অবাক ভালোবাসা | শিল্পী ও গীতিকার: বাবনা করিম


🌻 মেলায় যাইরে

১৯৯০ | ব্যান্ড : ফিডব্যাক | অ্যালবাম: মেলা | শিল্পী ও গীতিকার : মাকসুদুল হক


🌻 প্রথম প্রেমের মতো

১৯৯১ | ব্যান্ড : মাইলস | অ্যালবাম : প্রতিশ্রুতি | শিল্পী : শাফিন আহমেদ | গীতিকার: ফেরদৌস নাহার


🌻 সেই তুমি

১৯৯৩ | ব্যান্ড : এলআরবি | অ্যালবাম: সুখ | শিল্পী ও গীতিকার : আইয়ুব বাচ্চু


🌻 মন শুধু মন ছুঁয়েছে

১৯৮০ | ব্যান্ড : সোলস | অ্যালবাম: সুপার সোলস | শিল্পী : তপন চৌধুরী | গীতিকার : নকীব খান

🌻 আবার এলো যে সন্ধ্যা

১৯৮০ | ব্যান্ড : হ্যাপি টাচ | চলচ্চিত্র ‘ঘুড্ডি’-এর গান | শিল্পী : হ্যাপি আখান্দ | গীতিকার : এস এম হেদায়েত


🌻 বাংলাদেশ

১৯৭৪ | ব্যান্ড : উচ্চারণ | শিল্পী ও গীতিকার : আজম খান


🌻 আজ যে শিশু

১৯৯৪ | ব্যান্ড : রেনেসাঁ | অ্যালবাম : তৃতীয় বিশ্ব | শিল্পী : শাহবাজ খান পিলু | গীতিকার: শহীদ মাহমুদ জঙ্গী


🌻 নিউক্লিয়ার স্বাধীনতা

১৯৯১ | ব্যান্ড : রকস্ট্রাটা | অ্যালবাম : রকস্ট্রাটা | শিল্পী : মুশফিক আহমেদ | গীতিকার : ইমরান হুসেইন


🌻 হৃদয় জুড়ে যত ভালবাসা

১৯৯১ | ব্যান্ড : উইনিং | অ্যালবাম : উইনিং | শিল্পী ও গীতিকার : চন্দন জামান আলী

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত