Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

মোস্তাফিজের আঘাত ‘গুরুতর নয়’

১১১১১১১১১১১১১
[publishpress_authors_box]

মাথা ফেটে গেছে। রক্তও ঝরেছে। তবে স্বস্তির হচ্ছে, মোস্তাফিজুর রহমানের আঘাতটা গুরুতর নয়।

আজ (রবিবার) সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় নেটে মাথায় বলের আঘাত পান মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে হয়েছে দরকারি সব পরীক্ষানিরীক্ষা।

হাসপাতালের পরীক্ষানিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। ভেতরে কোনও রক্তক্ষরণ হয়নি। মোস্তাফিজ এখন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও দলের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার ক্ষতে সেলাই দেওয়া হয়েছে।’’ 

সকালে দলের অনুশীলনে নেটে বল করছিলেন মোস্তাফিজ। অপর প্রান্তে তখন ব্যাট করছিলেন লিটন দাস। রান আপের শেষ প্রান্তে মোস্তাফিজ পৌঁছানোর পর পেছনে ফিরে তাকান কোচ সালাউদ্দিনের ডাকে। তখনই তার মাথার পেছনের দিকে লাগে উড়ে আসা একটি বল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত