বিপিএলে আজ (রবিবার) বিরতি। ম্যাচ না থাকলেও সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ক্রিকেটাররা। সেই অনুশীলনেই আহত হয়েছেন কুমিল্লার ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান।
নেটে মাথায় বলের আঘাত পেয়েছেন মোস্তাফিজ।
এরপর দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করা নেওয়া হয়েছে হাসপাতালে।
অনুশীলনে বল করে রান আপ নিতে ফিরছিলেন মোস্তাফিজ। নেটে সে সময় লিটন দাসকে বল করছিলেন মোস্তাফিজুর। রান আপের শেষ প্রান্তে মোস্তাফিজ পৌঁছানোর পর পেছনে ফিরে তাকান কোচ সালাউদ্দিনের ডাকে। তখনই তার মাথার পেছনের দিকে লাগে উড়ে আসা একটি বল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও উঠে দাঁড়াতে পারেননি মোস্তাফিজ। এরপর স্ট্রেচারে করে তাকে নেওয়া হয় অ্যাম্বুলেন্সে।
চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয়েছে মোস্তাফিজকে। সেখানে তার মাথায় সেলাই পরেছে পাঁচটি। তবে ঢাকায় আনার মত পরিস্থিতি হয়নি বলে নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও জাহিদুল ইসলাম সজল,‘‘এখানে আমরা নিউরোসার্জনকে পেয়েছি, সিটি স্ক্যান নরমাল আছে। ঢাকাতে আমরা ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে আপডেট রাখছি। সকল পেপার আমরা ঢাকাতে ফরোয়ার্ড করেছি। ডাক্তার দেবাশীষ উনার সিটি স্ক্যান পেপারগুলো দেখেছেন। আমরা এখনও ঢাকায় নিয়ে যাওয়ার পরিস্থিতিতে যাইনি।’’
এবারের বিপিএলে নিজের সেরা ছন্দে নেই মোস্তাফিজ। ৯ ম্যাচে নিয়েছেন কেবল ১১ উইকেট। তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ২২ উইকেট নিয়ে আছেন শীর্ষে।