Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

মোরসালিনকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, দাবি মায়ের

সেজুতি বিনতে রহমানের সেলফিতে শেখ মোরসালিন। ছবি: সংগৃহীত
সেজুতি বিনতে রহমানের সেলফিতে শেখ মোরসালিন। ছবি: সংগৃহীত
Picture of বদিউজ্জামান মিলন

বদিউজ্জামান মিলন

[publishpress_authors_box]

দুর্দান্ত গোল করে তুমুল আলোচনায় আসা শেখ মোরসালিনকে এবার ভাইরাল করেছেন সেজুঁতি বিনতে রহমান। নিজেকে মোরসালিনের স্ত্রী দাবি করে তিনি এই ফুটবলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে ১৯ বছর বয়সী ফুটবলার মুখ খুলছেন না। স্বাভাবিকভাবে তার মা শেফালি বেগম ছেলের চিন্তায় অস্থির। তিনি এ বিষয়ে নানা কথা বলেছেন সকাল সন্ধ্যার জ্যেষ্ঠ প্রতিবেদক বদিউজ্জামান মিলনের কাছে।

প্রশ্ন : আপনার ছেলে শেখ মোরসালিনের নামে বিভিন্ন নেতিবাচক আলোচনা হচ্ছে। ছেলে নাকি বিয়ে করেছে? ওই মেয়ের দাবি, তাকে না জানিয়ে মোরসালিন বিভিন্ন জায়গায় মেয়ের ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এটা কি সত্যি?

শেফালি বেগম : এই দুনিয়ায় সৎ মানুষের ভাত নেই। আমরা গ্রামে বাস করি। সৎভাবে বাঁচতে চাই। মানুষ আমার ছেলের পেছনে লেগেছে। ও একটা বাজে চক্রে পড়ে গেছে।

প্রশ্ন: মোরসালিন বিয়ে করেছে। এই ঘটনা ফেসবুকের কল্যাণে সবাই জেনে গেছে।

শেফালি : আমার বাটন মোবাইল। অ্যানড্রয়েড ফোন নেই, তাই এগুলো আমি দেখিনি।

প্রশ্ন : মোরসালিনকে কি জিজ্ঞাসা করেছেন, আদৌ বিয়ে করেছে কিনা?

শেফালি : আমার ছেলে বলেছে। আম্মু, আমি একটা চক্রান্তের মধ্যে পড়েছি। আমাকে ফাসানো হয়েছে। আম্মু, তুমি আমাকে বিশ্বাস করো।

প্রশ্ন: ঘটনাটা কি একটু খুলে বলবেন?

শেফালি : আমার ছেলে বলেছে, যখন তাকে বিয়ে দেওয়া হয় তখন তার কিছু করার ছিল না। তাকে জোর করে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এটা শোনার পর আমি ছেলের ওপর রাগ করেছি। আর কিছু শুনতে চাইনি ওর মুখ থেকে। বলেছি, তুমি এত বড় হয়েছো, তোমাকে কেন ফাসিয়ে দেবে?

প্রশ্ন: এখন আপনারা কী করবেন?

শেফালি : আমি ক্লাবের স্যারদের বলেছি। স্যারেরা ওকে বলেছেন, তুমি একবার মরেছো (মাদককাণ্ডে ধরা পড়ার পর নিষিদ্ধ হয়েছিলেন)। আবারও মরেছো কেন? মোরসালিনও এখন বুঝতে পেরেছে। সে এই ফাঁদ থেকে বের হয়ে আসতে চায়। ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো থাকবে সে। আসলে এটুকু বয়সে সে ভালো ফুটবল খেলে, অনেক টাকা পয়সা উপার্জন করে। সবাই তো আর ওকে ভালোবাসে না। ওর সঙ্গে শত্রুতা করে কেউ এমনটা করিয়েছে।

শেখ মোরসালিনের মা শেফালি বেগম। ছবি: সকাল সন্ধ্যা।

প্রশ্ন : এমন কিছু ঘটতে পারে, সেই আভাস কি আপনি আগে পাননি?

শেফালি : আমার কাছে তো ছেলে থাকে না। সে বড় হয়েছে। তারপরও আমার কাছে ছেলে বলেছে, সে বুঝতে পারেনি এমন কিছু হবে।

প্রশ্ন : মোরসালিনের বাবা কি এসব ঘটনা জেনেছেন?

শেফালি : জেনেছে। কিন্তু ওর বাবা সৌদি আরবে থাকে। তাই সেভাবে কিছু বলেনি। এখন ওর শুভ বুদ্ধির যেন উদয় হয় সেটাই চাই আমরা। এখন সে পাকে পড়ে গেছে। আসলে আমি তো সেখানে ছিলাম না। আমি তো দেখিনি আসলে ঘটনা কি ঘটেছে।

প্রশ্ন : আপনি কি জিজ্ঞাসা করেছেন কবে ওরা বিয়ে করেছে?

শেফালি : সঠিক তারিখ বলতে পারব না। তবে দেড় মাস আগে হতে পারে।

সেজুতি বিনতে রহমান। ছবি: সংগৃহীত

প্রশ্ন : মেয়ের পরিবার সম্পর্কে কোনও খোঁজ-খবর নিয়েছেন?

শেফালি : আমি কিছু জানি না। শুধু শুনেছি মেয়ে ঢাকায় থাকে। মেয়ের বাবা জমি-জমা বিক্রির দালাল (মধ্যস্ত্বতাকারী)। মেয়ে মডেলিং করে বলে শুনেছি। আমার ছেলে তো চালাক না। চালাক হলে কখনও ফাঁদে ফেলাতে পারত না। এখন মোরসালিনের কাছ থেকে হয়তো টাকা পয়সা নেওয়ার চেষ্টা করবে। আমার ছেলের চেয়েও বয়সে বড় মেয়েটা। আমার ছেলের ক্যারিয়ার ভালো দেখে ওকে ধরেছে।

প্রশ্ন : বসুন্ধরা কিংস ক্লাব কর্তৃপক্ষ মোরসালিনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিয়েছে?

শেফালি : আমি স্যারদের সঙ্গে কথা বলেছি। ম্যানেজার স্যারকে বলেছি, ছেলে আমার না। আপনাদের ছেলে মোরসালিন। ওকে শাসন করার অধিকার আপনাদের। আদরও আপনারাই করবেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত