Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

বিদেশ যাওয়ার বাধা কাটাতে মতিউরের স্ত্রী লায়লা আদালতে

লায়লা কানিজ
লায়লা কানিজ
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমানের স্ত্রী।

রবিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে হাজির হয়ে তিনি এই আবেদন করেন বলে জানান দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম।

এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ জুলাই দিন ঠিক করে দিয়েছে আদালত।

গত ২৪ জুন দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল।

এনবিআরের সাবেক সদস্য মো. মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ-সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এই অর্থের একটি অংশ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

মতিউর রহমান, লায়লা কানিজ, তার ছেলেসহ পরিবারের সদস্যরা বিদেশে চলে যাওয়ার চেষ্টা করতে পারেন এই আশঙ্কা থেকে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চায় দুদক।

লায়লা কানিজ ছিলেন সরকারি কলেজের শিক্ষক। ২০২১ সালে ঢাকার তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের পদ থেকে সেচ্ছায় অবসরে গিয়ে রাজনীতিতে সক্রিয় হন তিনি। বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত কোরবানির ঈদকে সামনে রেখে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত ১২ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন।

ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরে মতিউরের বিপুল সম্পদ অর্জনের বিষয়টি বেরিয়ে আসে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনার মধ্যে দুদকের পক্ষ থেকে মতিউরের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের কথা জানানো হয়। অপর দিকে মতিউরকে এনবিআর থেকে সরিয়ে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করা হয়।

তবে মতিউর অসুস্থতার কথা বলে লোক মারফত চিঠি দিয়ে ওই পদে যোগদান করলেও এখনও স্বশরীরে অফিস করেননি। তিনি কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া মতিউরের প্রথম স্ত্রীও বেশ কয়েক দিন উপজেলা পরিষদের কোনো কাজে অংশ নেননি। গত ২৭ জুন জনসমক্ষে আসেন লায়লা কানিজ। সেদিন বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে দুটি সভায় অংশ নেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত