Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সাবেক এমপি গোলাম ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাবনা-৫ আসনের সাবেক এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্স।
পাবনা-৫ আসনের সাবেক এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্স।
[publishpress_authors_box]

সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক খন্দকার প্রিন্সের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম।

দুদকের উপপরিচালক ফজলুল হক পাবনা-৫ আসনের তিনবারের এমপি গোলাম ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।  

সেখানে বলা হয়, গোলাম ফারুক খন্দকার প্রিন্সের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, গোলাম ফারুক দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে দুদক।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার পর তাকে শুভেচ্ছা জানান সাবেক এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্স। ছবি : ফেইসবুক থেকে নেওয়া।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত