Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪
Beta
বুধবার, ৩ জুলাই, ২০২৪

সাপে কাটা রোগীদের হাসপাতালে নেওয়ার দায়িত্ব এমপিদের নিতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

ss-health-minister-27062024
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

সাপের কামড়ে আক্রান্ত রোগীকে যেন দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার ব্যবস্থা করতে স্থানীয় সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বারদের অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, “রোগী যত দ্রুত চিকিৎসকের কাছে যাবে, ততই তার মৃত্যুঝুঁকি কমবে।”

বৃহস্পতিবার ঢাকার শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ‘রাসেলস ভাইপার : ফিয়ার বনাম ফ্যাক্ট’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এই সেমিনারের আয়োজন করেছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সাপে কাটা রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। আর এজন্য সংসদ সদস্যদের অনেক হ্যান্ডস আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে। রোগী হাসপাতালে নেওয়ার দায়িত্ব যদি আপনারা নেন এবং দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান, তাহলে যথাযথ চিকিৎসা নিশ্চিত হবে।”

রোগীকে পেলে চিকিৎসক দ্রুত চিকিৎসা শুরু করতে পারবেন, যত দ্রুত চিকিৎসা শুরু হবে তত রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে, বলেন মন্ত্রী।

সারাদেশে সাপে কাটা রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম মজুত রয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, “ভ্যাকসিন নাই, রোগী মারা গেছে; দয়া করে এই ভুল তথ্য কেউ দেবেন না।”

এসময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশেও কিছু কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “রাসেলস ভাইপার কাউকে কামড় দিলে কী করতে হবে, সেসব বার্তা পৌঁছে দিন, আতঙ্কিত না হওয়ার বার্তাটা পৌঁছে দিন। কারণ সচেতনতার বিকল্প নেই, সবাই একসঙ্গে সচেতন হলে বর্তমানের এই ক্রাইসিস থেকে উত্তীর্ণ হতে পারব।”

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাকপ ডা. মো. টিটু মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও ভেনোম রিসার্চ সেন্টারের গবেষক ডা. অনিরুদ্ধ ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু রেজাসহ অন্যরা। 

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত