Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

দুই দেশের বহুমুখী সম্পর্ক একটি বিষয়ে ব্যক্ত হতে পারে না : প্রণয় ভার্মা

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ছবি: বাসস
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ছবি: বাসস
[publishpress_authors_box]

ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশের মধ্যে যে বহুমুখী ও বিস্তৃত সম্পর্ক, তা কেবল একটি বিষয়ে ব্যক্ত হতে পারে না।

সোমবার আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলার ঘটনায় মঙ্গলবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ ভারতীয় হাই কমিশনারকে তলব করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, “আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে চাই।”

দুই দেশের মধ্যে সম্পর্ককে ‘বহুমুখী এবং বিস্তৃত’ হিসাবে বর্ণনা করে রাষ্ট্রদূত বলেন, তারা কেবল একটি ইস্যু বা এজেন্ডা নিয়ে ব্যক্ত থাকতে পারে না।

তিনি বলেন, “দুই দেশের অনেক আন্তঃনির্ভরতা রয়েছে এবং আমাদের পরস্পরের সুবিধার্থে সেগুলোর ওপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্ক গড়ে তুলতে হবে।”

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে বলা হয়েছে।

তথ্যসূত্র : বাসস

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত