Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জেও হত্যা মামলায় আসামি শেখ হাসিনা

শেখ হাসিনা।
শেখ হাসিনা।
[publishpress_authors_box]

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকে হত্যা, গুম ও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এবার নারায়ণগঞ্জে দায়ের হওয়া একটি হত্যা মামলাতেও আসামি করা হলো সদ্য সাবেক এই প্রধানমন্ত্রীকে।

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান স্বজন নামে যুবক নিহতের ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে শনিবার রাতে হত্যা মামলাটি। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের বড় ভাই আবুল বাশার।

মামলায় শেখ হাসিনাসহ ৪৮ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আসামি করা হয়েছে আরও দেড় থেকে দুই শতাধিক ব্যক্তিকে।

আসামিদের তালিকায় সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের বড় ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানও রয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অপরাপর আসামিদের নির্দেশে ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় আবুল হাসানকে গুলি করে হত্যা করে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন জুলাইয়ের শেষ দিকে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

৫ আগস্ট সরকার পতনের কয়েক ঘণ্টা আগে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন আবুল হাসান স্বজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত