Beta
সোমবার, ১০ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১০ মার্চ, ২০২৫

‘লিজেন্ড’ মুশফিককে সংবর্ধনা দেবে বিসিবি

মুশফিক-৫২
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রবিবার। এই ম্যাচ দেখার কথা ছিল ফারুক আহমেদের। কিন্তু বিসিবি প্রধান চলে এসেছেন দেশে। উপস্থিত ছিলেন শনিবার হওয়া তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে সদ্য ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিমকে দেশের ক্রিকেটের “লিজেন্ড” বলেছেন।

মুশফিককে দেশের ক্রিকেটের একজন শীর্ষ নাবিক উপাধি দিয়েছেন ফারুক, “এটা একটা পরিকল্পনা থাকবেই, স্বাভাবিক। কারণ আপনারা জানেন মুশফিক ‘লিজেন্ড অব দ্যা কন্ট্রি’। দীর্ঘ ১৯ বছর বাংলাদেশ ক্রিকেট যে এই অবস্থানে এসেছে তার অন্যতম একজন নাবিক সে। ২০০৫ এ ইংল্যান্ডের বিপক্ষে খেলা থেকে শুরু করে যে পথটা সে দেখিয়েছে তা তরুণদের জন্য অনুরকরণীয়। বোর্ড থেকে পরিকল্পনা করা হচ্ছে যে ওকে একটা সংবর্ধনা দেওয়ার।”

বিসিবি থেকে সংবর্ধনা পাওয়া মুশফিকের প্রাপ্য। ১৯ বছর ধরে জাতীয় দলের ব্যাটিং লাইনে অন্যতম ভরসার নাম তিনি। টি-টোয়েন্টি অবসরের মতো ওয়ানডেতেও ফেসবুক ঘোষণায় জানিয়েছেন আর খেলবেন না। পরদিন তার সম্মানে কেক কাটা হয়েছে প্রিমিয়ার লিগের ম্যাচে। তবে বিসিবির পক্ষ থেকে বড় সংবর্ধনা পেতে পারেন অভিজ্ঞ এই ব্যাটার।  

মুশফিক অবসর নিলেও ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তাহলে ভবিষ্যত পরিকল্পনায় মাহমুদউল্লাহ থাকছেন। অবশ্য ক্রিকেট বোর্ড থেকে এর নিশ্চয়তা দেওয়া হচ্ছে না এখনও।

ফারুক আহমেদও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি। জানিয়েছেন মাহমুদউল্লাহর পক্ষ থেকে অবসরের ঘোষণা এলে এরপর বিসিবির পরিকল্পনা জানাবেন, “এটা ক্রিকেটারদের কাছ থেকে আসতে হবে। এটা নতুন কিছু না, ওরা আগে জানাবে যে তারা কি করতে চাইছে। এরপর আমরা বোর্ড থেকে ওদের নিয়ে একটা পরিকল্পনা করবো।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত