মুশফিকুর রহিমের অবসরে আবেগঘন পোস্ট দিয়েছেন তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজারা। আজ (বৃহস্পতিবার) মিরপুরে মোহামেডানের খেলোয়াড়রা দিয়েছেন গার্ড অব অনার। মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডিও ফেইসবুকে দিয়েছেন আবেগি পোস্ট।
মুশফিকের অবসরের পর মন্ডি ফেইসবুকে লিখেছেন, ‘‘ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়তম! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহ…। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে আর গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টা পর্যন্ত ব্যাথানাশক নিয়ে খেলতে।’’
মুশফিকুর রহিম ধার্মিক। নামাজ পড়তেন মাঠেও। এমনকি ব্যাট-বলা ধরার সময়ও পবিত্র হয়ে ধরতেন বলে লিখেছেন তার স্ত্রী, ‘‘তুমি কখনো নিজের জন্য নয়, দল ও দেশের জন্য খেলেছ। পাশে এমন একজন সৎ মানুষ পাওয়া আমার জন্য আর্শীবাদ, যে ওজু না করে ব্যাট-বল স্পর্শ করে না। তুমি অসাধারণ ফ্যামিলি ম্যান। বাচ্চাদের খুব প্রিয় মানুষ। ’’
মুশফিককে নিয়ে সমালোচনাও হয়েছে যথেষ্ট। এ নিয়ে লিখে পোস্টটা শেষ করেছেন মন্ডি, ‘‘সবার শেষে বলতে চাই, কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনায় বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’’