ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ দ্য স্কুল অব রক’ (ভলিউম টু) কনসার্ট। ১৬ ফেব্রুয়ারি নগর বাউল জেমস এর সঙ্গে একই মঞ্চে কনসার্ট মাতাবেন আর্ক, ভাইকিংস, আর্টসেল, অ্যাশেজ এবং সোনার বাংলা সার্কাস। আরও থাকছে সময়ের প্রতিশ্রুতিশীল ব্যান্ড প্লাজমিক নক এবং ব্লু জিন্স। এই কনসার্টের আয়োজক ইটিসি ইভেন্টস।
২০২৩ সালে আইসিসিবির নবরাত্রি হলে বসেছিল এ আয়োজনটির প্রথম আসর। ওই আসরে যথারীতি জেমসই ছিলেন মধ্যমণি। সেই নব্বই দশক থেকে কনসার্ট মাতানো ওয়ারফেজের পাশাপাশি এ সময়ের মঞ্চমাতানো ব্যান্ড অ্যাভয়েড রাফা তো ছিলই। আর ছিল এ সময়ের জনপ্রিয় ব্যান্ড কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, প্লাজমিক নক এবং এ কে রাহুল।
‘দ্য স্কুল অব রক’ এর দুবারের আয়োজক ইটিসি ইভেন্ট। দুই আয়োজনেই নতুন-পুরানোর সমন্বয় ঘটতে যাচ্ছে। যেখানে নতুনের ‘কেতন’ হিসেবে আমরা পাচ্ছি কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, অ্যাশেজ, আফটার ম্যাথ, প্লাজমিক নক, এ কে রাহুল এবং ব্লু জিন্সের মতো ব্যান্ড। দেশের বর্তমান রক ট্রেন্ডে এই নামগুলো নিজ যোগ্যতায় স্ব স্ব জায়গা করে নিয়েছে।
একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে শ্রোতারা বাংলা রক গানে শুনতে পাচ্ছেন নতুনের প্রতিধ্বনি, যার অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আর্টসেল এবং ব্ল্যাক।
বাংলাদেশে মেলোডি নির্ভর গানই শ্রোতাদের কাছে ‘অটোচয়েজ’। সেখানে নির্দিষ্ট জনরা অনুযায়ী গান তৈরি করতে গেলে পেতে হয় ‘সব গান এক রকম’ এই ট্যাগ। এমন অপবাদ অথবা ‘ট্যাগ’ মাথায় নিয়ে নির্দিষ্ট জনরাকে মুখ্য করে সংগীত চর্চা নিঃসন্দেহে সাহসী এবং বৈপ্লবিক। যদিও সমকালের ব্যান্ড সংগীতে ভিন্ন ভিন্ন জনরা অথবা ধারাভিত্তিক ব্যান্ডগুলো নিজস্ব স্বকীয়তা নিয়ে জায়গা করে নিচ্ছে রকপ্রেমিদের মনে। মাতাচ্ছে কনসার্ট। ‘স্কুল অব রক’ কন্সার্টের মঞ্চেও আমরা দেখতে পাচ্ছি ঠিক এমনই কিছু নতুন ব্যান্ড। যারা ব্যান্ড সংগীতের নির্দিষ্ট জনরাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
আমাদের এ লেখায়ও আমরা আলো ফেলবো ‘স্কুল অব রক’ (ভলিউম-ওয়ান, ভলিউম-টু) এর দুটো আয়োজনেই নতুন জনপ্রিয় যে ব্যান্ডগুলো পারফর্ম করেছে এবং করতে যাচ্ছে তাদের ওপর।
কার্নিভাল
বেশ কয়েকবছর ধরেই কার্নিভাল ব্যান্ডটি ঢাকার কনসার্টগুলোর অন্যতম আকর্ষণ। ২০০৬ সালে ব্যান্ডটি তাদের যাত্রা শুরু করলেও ২০২০ সালে চতুর্থ অ্যালবাম ‘মোহমুক্তি’ প্রকাশের পর তারা শ্রোতাপ্রিয় হতে শুরু করে। এ যাবৎ তাদের ৪টি অ্যালবাম প্রকাশ পেয়েছে।
ব্যান্ড কার্নিভাল মূলত এক্সপেরিমেন্টাল রক জনরার চর্চা করে থাকে। ‘মোহমুক্তি’ প্রকাশের পর ব্যান্ডটি দ্রুত রকপ্রেমী শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেয়। এই অ্যালবামের গান মোহমুক্তি, সেইসব দিনরাত্রি এবং ভ্রম শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়। বিশেষত ‘ভ্রম’ গানের ‘তুমি নেই… তুমি নেই…তুমি ছিলেনা কখনোই’ লাইনগুলো এতোটাই জনপ্রিয় যে তরুণ-তরুণীদের মিলিত কণ্ঠের আওয়াজ পুরো কনসার্ট জোনে একটি বৃত্তে ঘুরপাক খেতে থাকে।
ব্যান্ড কার্নিভাল ‘দ্য স্কুল অব রক’ কনসার্ট ভলিউম- ওয়ান এ দর্শক মাতায়।
সোনার বাংলা সার্কাস
‘নিউ সোনার বাংলা সার্কাস’ হিসেবে যাত্রা শুরু করা ব্যান্ডটি পরবর্তীতে ‘সোনার বাংলা সার্কাস’ নামেই তাদের পথ চলা শুরু করে। ২০১৮ সালে ব্যান্ডটির শুরু। প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ মুক্তি পায় ২০২০ সালে। অ্যালবাম প্রকাশের ঠিক এক বছর পর ব্যান্ডটি পৌঁছে যায় জনপ্রিয়তার তুঙ্গে। বর্তমান প্রজন্মের রক শ্রোতাদের কাছে ব্যান্ডটি এতোই জনপ্রিয় যে প্রায় প্রতিটি মেগা রক ইভেন্টেই জায়গা করে নিচ্ছে এই ব্যান্ড।
‘সোনার বাংলা সার্কাস’ এর আছে বিশাল ফ্যান বেইজ। সময়ের অন্যতম ব্যস্ত ব্যান্ডও তারা। রক মহলে জনশ্রুতি আছে যে, সার্কাস যখন দেশের এক জেলা থেকে অন্য জেলায় পারফর্ম করতে সফর করে, হাজার খানেক রক পাগল তরুণ ঠিক একই সময়ে তাদের অনুসরণ করে করে কনসার্টগুলোতে পৌঁছে যায়।
‘এপিটাফ’ তাদের অন্যতম জনপ্রিয় গান। ফ্রন্ট ম্যান প্রবর রিপন যখন ‘মানুষের হৃদয় ভরে ওঠে…’ লাইনগুলো গাইতে থাকেন তখন দর্শক শ্রোতারা তার সঙ্গে কণ্ঠ মেলান। এমনকি অর্ধেক গান দর্শক শ্রোতারাই গেয়ে দেন!
সাইকেডেলিক রক জনরার এই ব্যান্ডটি দর্শক মাতাতে থাকছে ‘দ্য স্কুল অব রক’ ভলিউম টু- তে। ভলিউম ওয়ানেও তারা নগর বাউল জেমস এর সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নিয়েছিল।
আফটারম্যাথ
মিউজিক ভিডিও ‘মোহ’ দিয়ে শুরু। মুক্তি পায় ২০১৮ সালে। এর পরের গল্প কেবল এগিয়ে যাওয়ার। অথচ ২০০৭ এ শুরু করা এই ব্যান্ডের খবর বেশিরভাগ শ্রোতাই জানতেন না। বর্তমানে কনসার্ট পাগল শ্রোতাদের পছন্দের তালিকায় ব্যান্ড আফটারম্যাথ আছে শুরুর দিকে।
দর্শক অনুরোধে ‘মোহ’ গানটি ব্যান্ড আফটারম্যাথকে প্রায়ই একাধিকবার গাইতে হয় কনসার্টে।
“তুমি ক্রোধের আগুনে, জমে থাকা ব্যথা
আমার শেষ বিকেলের ধোঁকা
কোনও রোদেলা দূপুরে, তোমায় ফিরে পাবো বলে
অর্থহীন খোঁজা…”
‘মোহ’ গানের এই লানগুলো কনসার্টে শ্রোতাদের মুখে মুখে ফেরে।
অল্টারনেটিভ গ্রাঞ্জ ধারার ব্যান্ড আফটারম্যাথ ‘দ্য স্কুল অব রক’ ভলিউম ওয়ানে মাতিয়েছে দর্শক শ্রোতাদের। তাদের প্রথম অ্যালবাম ‘জেদ’। প্রকাশিত হয় ২০২১ সালে।
এছাড়াও প্রতিশ্রুতিশীল ব্যান্ড ‘প্লাজমিক নক’ গতবারের মতো এবারও পারফর্ম করতে যাচ্ছে স্কুল অব রক কনসার্টে। এক্সমেরিমেন্টাল রক ব্যান্ড ‘ব্লু জিন্স’ও নিশ্চয়ই তাদের জনপ্রিয় গান ‘কদম’ দিয়ে মাতাবে ‘দ্য স্কুল অব রক’ কনসার্ট ভলিউম-টু ।