Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

ফ্রেঞ্চ ওপেন থেকে নাদালের বিদায়

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। ছবি: টুইটার
ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেন খেলতে পারেননি রাফায়েল নাদাল। তখনই ইঙ্গিত করেছিলেন, ২০২৪ সালের টুর্নামেন্ট হতে পারে রোলাঁ গাঁরোতে তার সর্বশেষ উপস্থিতি। সম্ভাব্য শেষের শুরুতেই বিদায়ঘণ্টা বেজে গেল ফ্রেঞ্চ ওপেনের রাজার। রেকর্ড শিরোপাজয়ী এবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন।

ফ্রেঞ্চ ওপেনে বড় অঘটন। ১৪বারের চ্যাম্পিয়নের রোলাঁ গাঁরোতে ফেরাটা হলো চরম হতাশার। শুরুতেই শেষ হয়েছে নাদালের অভিযান। জার্মানির চতুর্থ বাছাই আলেক্সান্ডার জেভেরেভের কাছে হেরেছেন ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে।

রোলাঁ গাঁরোতে দর্শকভর্তি স্টেডিয়ামে ‘নাদাল নাদাল’ স্লোগানও ঠেকাতে পারেনি অঘটন। প্যারিসে মাটির কোর্টে প্রায় অপরাজিত স্প্যানিশ তারকা তার পারফরম্যান্সের ধারেকাছেও ছিলেন না। জার্মান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে হতাশা নিয়ে কোর্ট ছাড়তে হয়েছে তাকে।

তাহলে কি ফ্রেঞ্চ ওপেনে নিজের শেষটাও দেখে নিলেন ৩৭ বছর বয়সী তারকা? গত বছর ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৪ সালের টুর্নামেন্ট হতে পারে ফ্রেঞ্চ ওপেনে তার মিশন। প্রথম রাউন্ডে অঘটনের শিকার হওয়ার পর স্পষ্ট কিছু বলেননি। তবে শেষের ইঙ্গিত আছে তাতে, “জানি না এখানে (ফ্রেঞ্চ ওপেনে) এটা আমার শেষ কিনা। যদি এটা (শেষ) হয়, আমি দারুণ উপভোগ করেছি। গোটা সপ্তাহজুড়ে এখানকার দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো। এখানকার মানুষের ভালোবাসা সবসময় আমার সঙ্গে থাকবে।”

ফ্রেঞ্চ ওপেনকে একরকম ‘নিজের টুর্নামেন্ট’ বানিয়ে রেখেছিলেন নাদাল। তার জেতা ২২ গ্র্যান্ড স্লামের ১৪টিই এখান থেকে। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামে তার পারফরম্যান্স ঈর্ষণীয়। ১১৬ ম্যাচ খেলে এবার দিয়ে মাত্র চতুর্থবার হারের মুখ দেখলেন রোলাঁ গাঁরোতে।

জেভেরেভ হলেন তৃতীয় খেলোয়াড়, যার কাছে ফ্রেঞ্চ ওপেনে হারলেন নাদাল। এর আগে স্প্যানিশ তারকা রোলাঁ গাঁরোতে হেরেছেন ২০০৯ সালে রবিন সদারলিং এবং ২০১৫ ও ২০২১ সালে নোভাক জোকোভিচের কাছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত