বিপিএলে সব ম্যাচ উইকেট না পেলেও দারুণ বোলিং করছেন নাহিদ রানা। রংপুর রাইডার্সের হয়ে বিপিএল আসরের দ্বিতীয় ম্যাচে মাত্র ২৭ রান নিয়েছেন ৪ উইকেট। মিরপুরের পিচে গতির ঝড় তুলে ফরচুন বরিশাল ব্যাটারদের নাভিশ্বাস তুলেছিলেন নাহিদ।
মিরপুরের তুলনায় সিলেট স্টেডিয়ামের পিচ আরও পেস বান্ধব। সেখানে প্রথম ম্যাচে নেমেই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নিয়েছেন ২১ রানে ৩ উইকেট। শুধু বিপিএল নয়, জাতীয় দলেও ভালো করায় বর্তমানে নাহিদের প্রশংসায় পঞ্চমুখ সংবাদ মাধ্যম।
তবে নাহিদ এসব থেকে দূরে থাকছেন। প্রশংসা কানে না নিয়ে এগিয়ে যেতে চান এই তরুণ পেসার, “মানুষের প্রশংসা শুনতে ভালো লাগে। এটা স্বাভাবিক। কিন্ত আমি এ থেকে দূর থাকছি। আমার মনে হয় যে যদি প্রশংসাগুলো কানে না নেই তবে পারফরম্যান্স করার জন্য নিজেকে আরও ভালো ভাবে উজ্জীবিত রাখতে পারব।”
নাহিদ আরও যোগ করেন, “নিজেকে আমি কোনও তারকা মনে করছি না। আমি আপনাদের মতোই মানুষ। সেটা ভেবে নিয়ে স্বাভাবিক থাকছি।”
নাহিদ বাড়তি চাপ নিতে চান না। তাই সময় যেভাবে এগিয়ে নিচ্ছে সেভাবেই উপভোগ করছেন। সম্প্রতি বোলিংয়ে ভালো পারফরম করে চারিদিক থেকে প্রশংসা পেলেও নাহিদ শুধু নিজের বোলিংয়ে মনোযোগ রাখছেন।
এ পেসার জানিয়েছেন, “মিরপুরের উইকেটও ভালো ছিল। সিলেটের উইকেটও ভালো। উইকেট থেকে সুবিধা পাচ্ছি, নিজের বোলিংটা ভালো হচ্ছে, দল থেকেও অনেক সমর্থন পাচ্ছি সব মিলিয়ে উপভোগ করছি সময়টা। বাইরে আমাকে নিয়ে কী কথা হচ্ছে সেটা নিয়ে ভাবছি না বা সেসব ভেবে চাপ নিচ্ছি না।”