Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

এবার টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষা নাহিদ রানার

শুরুতে জয়ের পথ দেখালেন নাহিদ রানা
শুরুতে জয়ের পথ দেখালেন নাহিদ রানা
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার তিনি ইতিমধ্যে হয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ডিলেভারি ছিল ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতির। সেই নাহিদ রানাকে এবার টি-টোয়েন্টি দলেও যুক্ত করেছে বিসিবি।

উইন্ডিজ সফরে এই ফরম্যাটের দলে আগে থেকে ছিলেন না নাহিদ। রোববার তাকে দলে অন্তর্ভুক্ত করেন নির্বাচকরা। এ সিরিজের নতুন মুখ হিসেবে আছেন পেসার রিপন মন্ডল। নাহিদ রানা যুক্ত হওয়ায় পেসার সংখ্যা হলো ৫ জন।

সিরিজের প্রথম ম্যাচের আগে লিটন দাস জানিয়েছেন সেন্ট ভিনসেন্টের উইকেট গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো নয়। হতে পারে এবার পেস সহায়ক উইকেট তৈরি করেছে উইন্ডিজ। তাই দলে বাড়তি পেসার যুক্ত করেছে বিসিবি।

নাহিদ রানা এর আগে ৬টি টেস্ট খেলেছেন। শুরুতে তাকে ইনজুরি ঝুঁকি থেকে বাঁচিয়ে রাখতে শুধু টেস্টেই খেলার পরিকল্পনা ছিল বিসিবির। এ সিরিজে তিন ফরম্যাটের দলেই থাকলেন এই তরুণ। ৬ টেস্টে মোট ২০ উইকেটের পাশাপাশি ৩টি ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছেন নাহিদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত