চ্যাম্পিয়নস ট্রফিতে নেই সাকিব আল হাসান। তিনি দল পাননি আইপিএলে। এবার পিএসএলের ফ্র্যাঞ্চাইজিরাও মুখ ফেরালেন সাকিব থেকে। আজ (রবিবার) পিএসএলের ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিবকে নেয়নি কেউ। একই ক্যাটাগরিতে থাকা মোস্তাফিজুর রহমানও দল পাননি।
বাংলাদেশের অন্যতম সেরা দুই ক্রিকেটার ডাক না পেলেও দল পেয়েছেন নাহিদ রানা। তাকে দলে ভিড়িয়েছে পেশাওয়ার জালমি । তরুণ রানা গতির ঝড়ে মুগ্ধ করে চলেছেন সবাইকে। তার ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির বল সামলাতে হিমশিম খাচ্ছেন সময়ের সেরা ব্যাটাররা। গোল্ড ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়ে নিজেদের শক্তিই বাড়াল পেশাওয়ার।
পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম অধিনায়ক পেশাওয়ারের। ওয়েস্ট ইন্ডিজের তিন সংস্করণের প্রধান কোচ ড্যারেন স্যামি আছেন কোচের দায়িত্বে। ওয়েস্ট ইন্ডিজ সফরে রানার গতি কাছ থেকেই দেখেছেন স্যামি। সেই ঝড়টা পিএসএলেও দেখতে চাইবেন তিনি।
প্রথম ডাকে দল না পেলেও সুযোগ শেষ হয়ে যায়নি সাকিব-মোস্তাফিজের। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে দল পেতে পারেন তারা।
ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা রিশাদ হোসেন বিগ ব্যাশে দল পেলেও খেলতে যাননি। এই ক্যাটাগরিতে আরও আছেন তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, তানজিম সাকিব। তাদের কেউ ডাক পান কিনা সেটাই দেখার।
সাকিব আল হাসান বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন সম্প্রতি। পাস করতে পারেননি দ্বিতীয় পরীক্ষাতেও। এ কারণেই ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ হারিয়েছেন তার প্রতি। মোস্তাফিজও নিজের চেনা ছন্দ হারিয়েছেন। প্রথম ডাকে তারও দল না পাওয়ার কারণ এটাই।
এবার পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ২৮ ক্রিকেটারের নাম রয়েছে। তাদের কয়জন দল পান সেটাই দেখার।