ঘণ্টায় ১৫২ কিলোমিটার! রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে এই গতিতেই বল করেছেন নাহিদ রানা। গতির জন্য শোয়েব আখতার ও ব্রেট লি’র সঙ্গে তুলনা টানা হচ্ছে তরুণ এই পেসারের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি প্রকাশিত ভিডিওতে নাহিদ রানা অবশ্য জানালেন কারও মতো নয়, নিজের মতোই হতে চান তিনি বলেছেন, ‘‘আমি কারও মতো নই, আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই। সত্যি কথা, ওভাবে কাউকে ফলো করি না। তবে আমার বাংলাদেশের সব পেসারদের ভালো লাগে। কারণ, তাদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি।’’
নাহিদের গতিতে নাস্তানাবুদ হয়েছেন পাকিস্তানি ব্যাটাররা। এবার ভারত সফরেও ঝড় তোলার অপেক্ষায় তিনি। তবে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করার লক্ষ্য যে ছিল না সেটা মেনে নিলেন অকপটে, ‘‘১৫২ বা এর চেয়ে বেশি জোরে করতে হবে, এমনটা কখনো মনে করিনি। একটা জিনিসই মাথায় নিয়ে বোলিং করেছি, দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে, সেই পরিকল্পনায় বোলিং করেছি। আমার নিজের যে পরিকল্পনা ছিল, তা অনুযায়ী বোলিং করেছি। দেশ ছাড়ার আগে বলেছিলাম দেশের জন্য কিছু করতে চাই, তা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’’
ভারত সফরে ভালো করার লক্ষ্য নিয়ে জানালেন, ‘‘প্রস্তুতি নিচ্ছি। যত ভালো প্রস্তুতি নেওয়া যায়, ম্যাচে তত ভালো হবে। ভারত ভালো দল। তবে ক্রিকেটে যারা ভালো খেলবে, তারাই জিতবে। ম্যাচে দেখা যাবে। দলকে সেরাটাও দেওয়া এখনো বাকি। ইনশাআল্লাহ দেব।’’