Beta
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

জয়ের কৃতিত্ব পেসারদের দিচ্ছেন শান্ত

সিরিজ জয়ের ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: এক্স
সিরিজ জয়ের ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

পাকিস্তানের মাটিতে কখনও টেস্ট জয়ের স্মৃতি ছিল না বাংলাদেশের। সেখানে একটি জয়ই হতে পারতো ইতিহাস। রাওয়ালপিন্ডির প্রথম টেস্ট জিতে সেই ঐতিহাসিক মুহূর্তের জন্মও দেয় নাজমুল হোসেন শান্তরা। কিন্তু এখানেই থামল না বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আনন্দে মাতল। স্মরণীয় এই জয়ে পেসারদের অবদান সবচেয়ে বেশি মনে করছেন অধিনায়ক শান্ত।

রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে পিছিয়ে থাকার পরও জয়ের পথ তৈরি করে দিয়েছিলেন পেসাররা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ১৭২ রানে গুটিয়ে দিতে হাসান মাহমুদ নিয়েছিলেন ৫ উইকেট। আরেক পেসার নাহিদ রানার শিকার ৪টি। অন্য উইকেটটি তাসকিন আহমেদের।

অর্থাৎ, পাকিস্তানের ১০ উইকেটে সবক’টি নিয়েছেন বাংলাদেশের পেসাররা। জয়ের পর স্বভাবতই পেসারদের প্রশংসায় ভাসালেন শান্ত, “আমাদের পেসাররা দারুণ বোলিং করেছে, তাদের পারফরম্যান্সেই এই জয়। প্রত্যেকে নিজেদের জায়গায় শতভাগ দিয়েছে এবং জয়ের জন্য মুখিয়ে ছিল। আশা করছি এটা চলমান থাকবে।”

পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে হোয়াইটওয়াশের আনন্দে মাতোয়ারা বাংলাদেশের খেলোয়াড়রা। আর এই দলটির নেতৃত্বে ছিলেন শান্ত। সেকারণে তার আনন্দ আরও বেশি, “এটা অনেক বড় বিষয়, বলে বোঝাতে পারব না। ভীষণ খুশি। আমাদের চোখ জয়েই ছিল, যেভাবে প্রত্যেকে তাদের নিজেদের কাজ করেছে, আমি তৃপ্ত।”

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছেন পেসার হাসান মাহমুদ। দলের জয়ে তিনিও খুশি। তবে পেসাররা জ্বলে ওঠায় তার আনন্দের মাত্রা আকাশ ছুঁয়েছে, “প্রথম থেকে বোলাররা উইকেট নেওয়ার চেষ্টা করেছে। আমরা যে পরিশ্রম করেছি তাতে এটা প্রাপ্য। অবশ্যই আপনি ফাস্ট বোলারদের কাছ থেকে সুবিধা চাইবেন, বিশেষ করে লাল বলের ক্রিকেটে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত