বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শনিবার নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
‘শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা’ দাবি আদায়ে এদিন সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।
এর অংশ হিসেবে বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নগরীর দুই নম্বর গেইট থেকে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজস্তম্ভের সামনে বিক্ষোভ করেন তোলারাম বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরে একটি মিছিল বের করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব, দুই নম্বর রেল গেইট ঘুরে চাষাঢ়ায় এসে আশপাশের গুরুত্বপূর্ণ চারটি সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, বঙ্গবন্ধু সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও নবাব সলিমউল্লাহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর আড়াইটা পর্যন্ত সড়কে কোনও বিশঙ্খলা দেখা যায়নি। এসব সড়কের কোথাও দেখা যায়নি আইনশৃঙ্খলা বহিনীর সদস্যদেরও।
শিক্ষার্থীদের আরেকটি দলকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদিক্ষণ করতে দেখা যায়। তারা শহরের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নামে সাঁটানো ব্যানার-পোস্টার ছিড়ে ফেলেন।
শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কমে যায়। মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে কোনও শিক্ষার্থী দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন মহাসড়কের বিভিন্ন এলাকায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, পুলিশ মহাসড়কে অবস্থান নিয়েছে। সবকিছু স্বাভাবিক রয়েছে। মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে।