বোর্ডার-গাভাস্কার সিরিজ চলার মাঝে হঠাৎ অবসর নিয়ে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর থেকে সাবেক-বর্তমান তারকারা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। দেশে ফিরে ভারতীয় পেসার চেন্নাইয়ে পেয়েছেন সংবর্ধনা। এবার অশ্বিনকে প্রশংসায় ভাসালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি। তার কাছে একটি চিঠি পাঠিয়েছেন মোদি।
অশ্বিনের ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিক সেই চিঠিতে উল্লেখ করেছেন মোদি। অশ্বিনের কাছে পাঠানো চিঠিতে ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘ক্যারম বলের মতো করেই অবসরের সিদ্ধান্তে চমকে দিয়েছ তুমি। এতদিন দেশের জার্সিতে খেলায় অনেক শুভেচ্ছা রইল। আমাদের মনে আছে, মা হাসপাতালে ভর্তি থাকার পরও তুমি দেশের হয়ে খেলতে নেমেছ। পুরো চেন্নাই যখন বন্যায় ডুবে, তুমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছ না, তখনও খেলেছ দক্ষিণ আফ্রিকার মাটিতে। এমন অসাধারণ ক্যারিয়ারের জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।’’
এছাড়া সব ফরম্যাট মিলিয়ে অশ্বিন যত উইকেট পেয়েছেন, সবগুলোকে স্পেশাল বলেছেন মোদি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও অশ্বিন খেলবেন ঘরোয়া ক্রিকেটে। এবারের আইপিএলে তাকে দেখা যাবে চেন্নাইয়ের জার্সিতে।