Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

ছবি তুললেও ট্রফিতে হাত দেননি মোদি

১১
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

অবশেষে দেশে ফিরলেন ভারতীয় ক্রিকেটাররা। ঘূর্ণিঝড়ের কারণে বিশ্বকাপ জয়ের পর বার্বাডোসে আটকে ছিলেন তারা। ঝড়ের তাণ্ডব শেষে ১০৫ ঘণ্টা পর আজ দিল্লি পৌঁছেন রোহিত শর্মারা। বিমানবন্দরে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।

বিমানবন্দর থেকে ক্রিকেটারদের নেওয়া হয় একটি পাঁচ তারকা হোটেল। সেখানে কিছু আনুষ্ঠানিকতা ও বিশ্রাম শেষে ক্রিকেটাররা যান ৭ নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে। ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ভারতীয় ক্রিকেটাররা। ছবিও তোলেন তাদের সঙ্গে, তবে ট্রফিতে হাদ দেননি মোদি।

প্রধানমন্ত্রী চাইলেই বিশ্বকাপ ট্রফিতে হাত দিতে পারতেন। ক্রিকেটারদের পরিশ্রম, লড়াই, দক্ষতাকে সম্মান প্রদর্শন করে সেটা করেননি। ক্রিকেটারদের অর্জিত খেতাব হাতে নিয়ে গর্বিত হতে চাননি। খুশি থেকেছেন রোহিতদের অর্জেই।

প্রধানমন্ত্রী ক্রিকেটারদের জানান, সবার শটই তিনি জানেন! বিশ্বকাপ চলার সময় ক্রিকেটারদের কী কী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে সে কথাও শোনেন প্রধানমন্ত্রী। আগামী দিনে ভারতের প্রতিটা প্রান্তে ক্রিকেটসহ অন্য খেলা কী ভাবে ছড়িয়ে দেওয়া যায় আলোচনা করেছেন তা নিয়েও।

ফাইনালে জেতার পর বার্বাডোজ পিচের মাটি খেয়েছিলেন রোহিত। অধিনায়ককে মোদি প্রশ্ন করেন, মাটি খেতে কেমন লাগে? বিশ্বকাপে রান না পেলেও ফাইনালে সেরা হয়েছিলেন বিরাট কোহলি। তাকে মোদিপ্রশ্ন করেন, বড় ম্যাচের আগে ভাবনাচিন্তা থাকে কেমন। অক্ষর প্যাটেলকে প্রশ্ন করা হয়, ফাইনালে কঠিন সময়ে যখন তাকে উপরের দিকে ব্যাট করতে নামানো হয়েছিল, তখন কী ভাবছিলেন?

আজ দুপুরেই দিল্লি থেকে ক্রিকেটারা গেছেন মুম্বাইয়ে। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আনন্দে মাতবেন ক্রিকেটার ও দলের অন্যরা। ছাদখোলা বাসে করে মুম্বাই শহর প্রদক্ষিণ করবেন তারা। নাগরিক সংবর্ধনারও আয়োজনও করা হয়েছে সেখানে।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ফেইসবুকে ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ দেখা করে আমি সম্মানিত। বাসভবনে ডাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ লিখেছেন, “চ্যাম্পিয়নদের সঙ্গে অসাধারণ একটা আলাপচারিতা হল। বিশ্বজয়ী দলকে ৭, লোক কল্যাণ মার্গে ডেকেছিলাম। বিশ্বকাপজুড়ে তাদের অভিজ্ঞতা নিয়ে অসাধারণ আলোচনা হলো।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত