Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

ঢাকা মেট্রো-রংপুর প্রথম কোয়ালিফায়ার, খুলনা-চট্টগ্রাম খেলবে এলিমিনেটরে

NCL photo
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে দুর্দান্ত সময় কাটছে ঢাকা মেট্রোর। রাউন্ড রবিন পর্বের সাত ম্যাচের সবকটিতে জিতেছে তারা। ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে প্লে অফ পর্বে পা রেখেছে ঢাকা মেট্রো।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থেকে এই পর্বে পা রেখেছে রংপুর বিভাগ। ৭ ম্যাচের মধ্যে ৫টি জয় ও ২ হারে ১০ পয়েন্ট দলটির। ২১ ডিসেম্বর সোয়া ১ টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এ দুই দল।

এদিকে পয়েন্ট তালিকায় তিন ও চার নম্বরে থেকে এলিমিনেটরে খেলবে খুলনা ও চট্টগ্রাম। খুলনার পয়েন্ট ৪ ম্যাচে ৮ আর চট্টগ্রামের তিন জয়ে ৬। ২১ ডিসেম্বর সকাল ৯টায় মুখোমুখি হবে তারা।

বৃহস্পতিবার চট্টগ্রামকে হারিয়ে জিতেছে ঢাকা মেট্রো। শামসুর রহমানের ৪৮ বলে ৫৬ ও মার্শাল আইয়ুবের ৪২ বলে ৫১ রানে ৮ উইকেটে ১৫৮ করে মেট্রো। জবাবে চট্টগ্রাম ৯ উইকেটে ১৪১ রান করে। সাদিকুর রহমান ২৭ বলে ৪৪ ও ইয়াসির আলি ৩১ বলে ৪৬ রান করেন।

খুলনা ও রংপুরের ম্যাচে হয়েছে বড় রান। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৫ রান করে খুলনা। মোহাম্মদ মিঠুন ৪৯ বলে ৭১ ও আজিজুল হাকিম তামিম ৪১ বলে ৬৬ রান করেন। মাত্র ১৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন ইমরুল কায়েস। জবাবে রংপুর মাত্র ৯ উইকেটে ১৬১ রানে আটকে যায়। আকবর আলি সর্বোচ্চ ২৯ বলে ৫২ রান।

রাজশাহীর হয়ে এদিন রান পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিন ইনিংসে এক অঙ্কের ঘরে রান করা বাংলাদেশ অধিনায়ক বৃহস্পতিবার মাত্র ৪৮ বলে করেছেন ৭৮ রান। রাজশাহী ৮ উইকেটে ১৮১ রান করে। জবাবে সিলেট ৮ উইকেটে ১৫৫ রান করে। ঢাকা বিভাগ ১৭৮ রান করে ১৯ রানে জিতেছে বরিশালের বিপক্ষে।   

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত