নাওয়াজ উদ্দিন সিদ্দিকী-কে ২০২৪ সালে দেখা গিয়েছিল তিনটি সিনেমায়। প্রেক্ষাগৃহ, ওটিটি এবং টেলিভিশন, পৃথক এই তিনটি মাধ্যমে মুক্তি পেয়েছিল- ‘সাইন্ধব’, ‘রাউটু কা রাজ’ এবং ‘অদ্ভূত’ নামের সিনেমাগুলো। খুব স্বাভাবিকভাবেই তাই ভক্তরা অপেক্ষা করে আছেন তার পরবর্তী সিনেমার খবর জানতে।
তার আসন্ন সিনেমা সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও, এক বিশেষ সূত্রের মাধ্যমে জানা গেছে, শিগগিরই নাওয়াজ উদ্দিন তার পরবর্তী সিনেমার শুটিংয়ে নেমে পড়বেন। আরও জানা গেছে, ২০২৫ সালে বেশ ব্যস্ত সময় কাটাবেন তিনি।
নাওয়াজ উদ্দিনের ঘনিষ্ঠ এক সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন, “নাওয়াজ তার পরবর্তী কাজের শুটিং শুরু করবেন ১১ জানুয়ারি থেকে, ৪৫ দিনের টানা শিডিউল তার। এই বছর তিনি পুরোপুরি ব্যস্ত থাকবেন, কারণ তার একের পর এক ছবির শুটিং রয়েছে।”
এইতো কিছুদিন আগে, নাওয়াজ তার এক সাক্ষাৎকারে নিজের সন্তানদের শিল্পের প্রতি আগ্রহী করার বিষয়ে কথা বলেছেন।
এএনআই- এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “শিল্প সাধারণ কিছু নয়; এর জন্য রুচি গড়ে তুলতে হয়। আমি আমার সন্তানদের এমনভাবে বড় করে তুলছি যাতে ওরা শিল্প-সংস্কৃতি ভালোবেসে। আমার মেয়ের বয়স ১৪, সে ইতিমধ্যেই লন্ডনে শেকসপিয়ারের কর্মশালায় অংশ নিচ্ছে। খুব অল্প বয়স থেকেই, আমি তাদের এমন নিয়ম-কানুনে বড় করেছি যাতে তারা যা করতে চায় তা যেন করতে পারে। কারণ চারপাশে বেশিরভাগ বিষয়ই অর্থহীন।”