ক্যারিবিয়ান অঞ্চলে টেস্ট সবসময়ই কঠিন। ২০০৯ সালে দ্বিতীয় শক্তির উইন্ডিজের বিপক্ষে জিতলেও আর কখনই সেখানে সাদা পোষাকে সাফল্য আসেনি। টেস্টে বাংলাদেশের সর্বনিন্ম ৪৩ রানের লজ্জাটাও উইন্ডিজে।
সেখানে আসন্ন টেস্ট সিরিজের আগে জোড়া ধাক্কা বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডের আগে জানা যায় উইন্ডিজ সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। এবার ইনজুরিতে পড়ে হারাতে হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
সামনের উইন্ডিজ সফরের টেস্টে দলে থাকতে পারছেন না বর্তমান অধিনায়ক। কুঁচকির ইনজুরির রিপোর্টে দ্বিতীয় মাত্রার চিড় ধরা পড়েছে শান্তর। এই ইনজুরি থেকে সেরে উঠতে দুই সপ্তাহের মতো সময় লাগে।
আগামী ২২ নভেম্বর উইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। পুনর্বাসনের জন্য সময় লাগায় আপাতত দেশে ফিরে আসবেন শান্ত। তাই দলের সঙ্গে দুবাই থেকে উন্ডিজে যাওয়া হচ্ছে না তার।
শান্ত নেতৃত্বে না থাকায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের মতো উইন্ডিজের টেস্ট সিরিজেও নেতৃত্বে দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকে।