Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

সম্পদ নিয়ে বিতর্কে থাকা এনবিআরের ফয়সালকে বদলি

কাজী আবু মাহমুদ ফয়সাল।
কাজী আবু মাহমুদ ফয়সাল।
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

সম্পদ নিয়ে বিতর্কে পড়ে মতিউর রহমানের পর জাতীয় রাজস্ব বোর্ডের আরেক কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালও দায়িত্ব হারিয়েছেন।

ফয়সাল আয়কর বিভাগের (ট্যাক্স লিগ্যাল ও এনফোর্সমেন্ট) প্রথম সচিব ও অতিরিক্ত কর কমিশনারের পদে ছিলেন। তাকে বদলি করা হয়েছে বগুড়ায়।

রবিবার এনবিআরের কর প্রশাসন বিভাগের প্রথম সচিব মো. শাহিদুজ্জামান সই করা চিঠিতে তাদের বদলির আদেশ হয়।

ফয়সালকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করার পাশাপাশি ঢাকায় তার পদে আনা হয়েছে অতিরিক্ত কর কমিশনার মো. মনিরুজ্জামানকে।

ছেলের ছাগল-কাণ্ডে বিপাকে পড়েন এনবিআর সদস্য মতিউর। তার বিপুল সম্পদ অর্জন নিয়ে আলোচনার মধ্যে কাজী ফয়সালের বিরুদ্ধেও দুনীর্তির মাধ্যমে বিপুল সম্পদ গড়ার অভিযোগ আসে। 

বদলি বাণিজ্য, করদাতাদের ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায়সহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে ফয়সালের বিরুদ্ধে।

ওই কর্মকর্তার অবৈধ সম্পদ অর্জন নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে তার কিছু ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুদকের আবেদনে ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত