Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সাত বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম

ছবি নেমেসিস ব্যান্ডের ফেইসবুক পেইজ থেকে নেয়া।
ছবি নেমেসিস ব্যান্ডের ফেইসবুক পেইজ থেকে নেয়া।
[publishpress_authors_box]

সাত বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। ২০১৭ সালে সর্বশেষ তাদের তৃতীয় অ্যালবামটি প্রকাশিত হয়।

তবে, শুরুতেই পুরো অ্যালবাম নয়, প্রথম দিকে একটি একটি করে কিছু গান রিলিজের পরই আসছে পুরো অ্যালবামটি। আর এটি প্রকাশ পেতে পারে চলতি বছরই।

তারই ধারাবাহিকতায় ৩ অক্টোবর প্রকাশিত হয় তাদের চতুর্থ অ্যালবামের এর নতুন গান ‘ভাঙা আয়না’। এর আগে গত বছর প্রকাশিত হয় একই অ্যালবামের প্রথম গান ‘ঘোর’।

নেমেসিস ব্যান্ডের ব্যান্ড ম্যানেজার রাজু আহমেদ সকাল সন্ধ্যাকে বলেন, “আমাদের চতুর্থ অ্যালবামের গানগুলোর কিছু গান আমরা সিঙ্গেল ট্র্যাক হিসেবে রিলিজ করতে যাচ্ছি। নিয়মিত বিরতিতে গানগুলো রিলিজ হবে। ইতিমধ্যে রেকর্ডিংয়ের কাজ শেষের পথে। আমাদের প্রত্যাশা- চলতিবছর শেষের দিকে আনুষ্ঠানিকভাবে পুরো অ্যালবামটিই আমরা মুক্তি দিব। তার আগে কিছু গান শ্রোতাদের জন্য উন্মুক্ত হচ্ছে।”

অলটারনেটিভ রক ব্যান্ড নেমেসিস এর যাত্রা শুরু ১৯৯৯ সালে।

নেমেসিস জানায়, অ্যালবামটিতে থাকছে মোট ১০টি গান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিউজিকে থাকছে নতুনত্বের স্বাদ। অ্যালবামটির গানগুলো লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী।

নিজেদের চতুর্থ অ্যালবাম প্রকাশ উপলক্ষে দেশে ও বিদেশে বেশকিছু কনসার্ট ট্যুরেরও পরিকল্পনা আছে নেমেসিসের।

এদিকে অ্যালবামের খবরের বাইরেও কনসার্টে ফেরার সুসংবাদ দিয়েছে নেমেসিস। চলতি বছর জুনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিরতি নিয়ে ফের ১৮ অক্টোবর থেকে এ যাত্রা শুরু হবে। ওইদিন হাতিরঝিল এম্ফিথিয়েটারে অনুষ্ঠিতব্য ‘গনজোয়ার’-শীর্ষক কনসার্টে গাইবে নেমেসিস। কনসার্টটিতে থাকছে দেশের অন্যান্য জনপ্রিয় বেশকিছু ব্যান্ড।

বাংলাদেশের অলটারনেটিভ রক ব্যান্ড নেমেসিস এর যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। ২০০৫ সালে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশিত হয়। ২০১১ সালে ‘তৃতীয় যাত্রা’ এবং ২০১৭ সালে ‘গণজোয়ার’ নামে দুটি অ্যালবাম প্রকাশ হয়।

বর্তমানে নেমেসিসের সদস্য সংখ্যা পাঁচ। ভোকাল ও গিটার জোহাদ রেজা চৌধুরী, গিটার রাফসান, গিটার ইফাজ, বেজ গিটার রাতুল ও ড্রামস জেফ্রি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত