জুভেন্টাসের সেই ধার আর নেই। সিরি ‘আ’ শিরোপা যাদের কাছে ডালভাত হয়ে দাঁড়িয়েছিল, সেই দলটি চার মৌসুম ধরে জেতে না স্কুদেত্তো। চ্যাম্পিয়নস লিগেই ফিরেছে এক মৌসুম পর। এবারের মৌসুমটাও খুব একটা ভালো যাচ্ছে না। সিরি ‘আ’-তে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়েছে। এরপরও ম্যানচেস্টার সিটির সঙ্গে পারফরম্যান্সের তুলনা করলে ঢের ভালো সময় যাচ্ছে জুভেন্টাসের। দুই দলের মুখোমুখি লড়াইয়েও তো সেটিই ফুটে উঠল।
ম্যান সিটির দুর্দশা কাটছে না। এবার চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের কাছে ২-০ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। প্রিমিয়ার লিগ কিংবা ইউরোপিয়ান প্রতিযোগিতা- কোথাও ভালো নেই ম্যান সিটি। পেপ গার্দিওলার দলকে এমন বাজে অবস্থায় কখনও দেখা যায়নি। ব্যর্থতার তলানিতে নিমজ্জিত ম্যানচেস্টারের ক্লাবটি চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায়।
দ্বিতীয়ার্ধের ২ গোলে হেরেছে ম্যান সিটি। ঘরের মাঠ আলিয়েঞ্জ স্টেডিয়ামে ৫৩ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। আর ৭৫ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন ওয়েস্টন ম্যাককেনি। এর অর্থ হলো, ম্যানচেস্টার সিটির বিপক্ষে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল জুভেন্টাস।
জুভেন্টাসের কাছে হেরে ম্যান সিটির দুর্দশা আরও বাড়ল। রেকর্ডবুকে জমা হলো আরও বড় হতাশা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচের ৭টিই হেরেছে তারা। জয় মাত্র একটিতে। গার্দিওলার দলের এমন বাজে অবস্থা, বিশ্বাস করতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড।
টিএনটি স্পোর্টসকে তিনি বলেছেন, “তারা (ম্যান সিটি) সাম্প্রতিক বছরগুলোতে যা করেছে, সেগুলো এখনও আমাদের বিস্মিত করে। তারা দুর্দান্ত এক দল। টানা চারটি প্রিমিয়ার জিতেছে, সাফল্য দিয়ে লিখেছে ইতিহাস। তবে এখনকার বাস্তবতা হলো, আমরা গার্দিওলার এমন বাজে দলকে কখনও দেখেনি।”
পরিসংখ্যানও বলছে, গার্দিওলার ম্যান সিটির অবস্থা কতটা শোচনীয়। গত নভেম্বর থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল হজম করেছে ম্যান সিটি, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যা সর্বোচ্চ। সর্বশেষ সাত অ্যাওয়ে ম্যাচে দুই বা তার বেশি গোল খেলেছে ইংলিশ ক্লাবটি। এর মধ্যে ৯ গোল হজম করেছে শেষ তিনটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে (স্পোর্তিং লিসবনের বিপক্ষে ৪ গোল ও ফেইনুর্নের বিপক্ষে ৩ গোল)।
গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম তার দল চ্যাম্পিয়নস লিগের টানা তিন ম্যাচে দুই গোলের বেশি হজম করেছে। শুধু তা-ই নয়, এই প্রথম চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচ জিতে ব্যর্থ হলেন গার্দিওলা।