ডেঙ্গু আক্রান্ত আরও ২৩৬ জন গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে একজনের।
তাদের নিয়ে চলতি বছরে সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা দাঁড়াল ৯৯ হাজার ৮০৫ জনে আর মোট প্রাণ গেল ৫৫৭ জনের।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৬ জন আর মৃত্যু হয়েছে একজনের।
তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আট হাজার ৩৩৬ জন আর এ সময়ে মৃত্যু হয়েছে ৬৯ জনের।
হাসপাতালে ভর্তি হওয়া ২৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালে ৪১ জন, দক্ষিণ সিটি কর্পোরেশন আর খুলনা বিভাগের হাসপাতালে ২৬ জন করে, চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ৩০ জন, বরিশাল বিভাগের হাসপাতালে ২৮ জন, ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ১৬ জন, রাজশাহী বিভাগে আটজন, রংপুর বিভাগে তিনজন আর সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে একজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো ব্যক্তিটি নারী, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মোট ৯৯ হাজার ৮০৫ জনের মধ্যে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৯৭৯ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে এবারে দেশের সিটি কর্পোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ৩৭ হাজার ৭৬৫ জন আর এর বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৪০ জন।