ভালোবাসা দিবসে প্রকাশিত হতে যাচ্ছে ব্ল্যাকপিংক তারকা জিসুর নতুন অ্যালবাম। তবে অ্যালবামের নাম কী হবে তা প্রকাশ করা হয়নি।
জনপ্রিয় কে-পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্ক এর এই সদস্য, ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করেছেন তার নতুন গানের টিজার। ক্যাপশনে লেখা- “২০২৫.০২.১৪ শীঘ্রই আসছে।” জিসুর এজেন্সি ব্লিসু এন্টারটেইমেন্টও দিয়েছে ঠিক একই খবর।
২০২৩ সালের মার্চে ফ্লাওয়ার গান দিয়ে একক ক্যারিয়ারে যাত্রা শুরু করেন জিসু। ঠিক ওই মাসেই প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম মি । প্রায় দুই বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন তিনি।
এর আগে জিসুর প্রথম সলো ফ্লাওয়ার ইউকে অফিশিয়াল সিঙ্গেলস চার্টে ছিল ৩৮ নম্বরে। আর আইটিউনসে বিশ্বের ৫৭ দেশে শীর্ষ স্থানে ও স্পটিফাইয়ের বৈশ্বিক তালিকায় ছিল ষষ্ঠ অবস্থানে।
এদিকে, জিসু পার্ক জং মিনের সঙ্গে নিউটোপিয়া নামের একটি কে-ড্রামায় অভিনয় করবেন বলে জানা গেছে। এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় কে-ড্রামা। ৭ ফেব্রুয়ারি মুক্তি এটি পাওয়ার কথা শোনা যাচ্ছে।