Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
সাকিবের রেকর্ডটা কাড়লেন তাসকিন

‘টাকা নিয়ে দরজায় কড়া নাড়লেও কেউ দরজা খোলেনি’

সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ।
সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ।
[publishpress_authors_box]

সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠতেই হেসে দিলেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর অধিনায়ক জানালেন ম্যাচের দিন হোটেল পরিবর্তনের এমন ঘটনা তার সঙ্গে আর কখনই হয়নি। এটা তার জীবনের নতুন অভিজ্ঞতা।

রবিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের দিন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা হোটেল ওয়েস্টিন থেকে হোটেল শেরাটনে শিফট করেন। বিকেলে নতুন হোটেল থেকেই মাঠে যান।

এই অভিজ্ঞতাকে জীবনে কাজে লাগতে চান তাসকিন, “এরকম অভিজ্ঞতা কখনই হয় নাই। অনেক কিছু নতুন অভিজ্ঞতা হচ্ছে। এত সমস্যার মধ্যে খেলা, এক চাপের মধ্যে খেলা, এটা হয়তো আমাদের ভবিষ্যতে ভালো করতে সাহায্য করবে।”

শুধু হোটেল পরিবর্তন নয়। ম্যাচের দিন চেক হাতে পাওয়ার ঘটনাও তাসকিনের জন্য নতুন। তাসকিন জানালেন ওই চেক এখনও ব্যাংকে প্লেস করেননি। সোমবার চেক প্লেস করে যদি টাকা না পান তাহলে আবার সমস্যা হবে।

বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট

উইকেটবোলারদলম্যাচমৌসুম
২৪তাসকিন আহমেদদুর্বার রাজশাহী১১২০২৪–২৫
২৩সাকিব আল হাসানঢাকা ডায়নামাইটস১৫২০১৮–১৯
২২কেভন কুপারবরিশাল বুলস২০১৫–১৬
২২সাকিব আল হাসানঢাকা ডায়নামাইটস১৩২০১৭–১৮
২২মাশরাফি বিন মুর্তজারংপুর রাইডার্স১৪২০১৮–১৯

হাসি দিয়ে রাজশাহী অধিনায়ক জানালেন, “আমরাও তো আজ চেক হাতে পেলাম। কালকে ব্যাংকে প্লেস করবো। মিরপুরের পিচের মতো এবারও চেক বাউন্স করবে না আশা করি। বাউন্স করলে তো সমস্যা আছে (হাসি)।”

এরই মাঝে অবশ্য বিপিএলে এক আসরে সবচেয়ে বেশি ২৪ উইকেট নেওয়ার নজির গড়েছেন তাসকিন। ২০১৮-১৯ মৌসুমে ২৩ উইকেট নিয়ে এতদিন সবার ওপের ছিলেন সাকিব আল হাসান।

স্থানীয় ক্রিকেটারা পারিশ্রমিকের চেক পেয়েছেন। তাসকিন জানালেন রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের মান ভাঙতে টাকা নিয়ে তাদের রুমের দরজায় নক করেছিল দলটির মালিকপক্ষের লোক। কিন্তু তাসকিন জানালেন ক্রিকেটাররা দরজাই খোলেননি, ‘‘আমি যতটুকু শুনেছি যে টাকা নিয়েও বিদেশি ক্রিকেটারদের রুমে কড়া নাড়া হয়েছে। কেউ দরজা খুলেনি। শেষ মুহূর্তে আমরা স্থানীয় প্লেয়াররাই ছিলাম। হোটেল পরিবর্তনের পর ২ ঘণ্টা আগে জানি যে বিদেশি কেউ যাবে না। তখন বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো। অন্তত খেলো। বিদেশি ক্রিকেটারদেরও ফোন করা হয়েছিল বোর্ড থেকে। পেমেন্ট ব্যাপার না। এটা হয়ে যাবে। তাও তারা আসেনি।’’

ম্যাচের আগে বিমর্ষ ছিলেন তাসকিনরাও। বোর্ড প্রধান আশ্বস্ত করায় এবং চেক হাতে পাওয়ায় রাজি হন মাঠে আসতে। এরপর চাপের কারণে ব্যাটিংয়ে প্রভাব পড়ে। কিন্তু বোলিংয়ে না হারানোর মন্ত্রে সফল হন তাসকিনরা।

তবে তাসকিনদের এটা চাওয়া নয়। বিপিএল শান্তিপূর্ণ ভাবে হোক এটাই চাওয়া তাদের। বলছিলেন, “শুধু আমি না, সবার কাছেই খারাপ লাগে এরকম কিছু হলে। আমরা চাই যে শান্তিপূর্ণ পরিবেশে থেকে বিপিএল খেলবো। আগের তুলনায় দেখেন এবার কিন্তু ভালো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের মালিকানা থেকে কিছু সমস্যা হয়েছে। এটাই যেহেতু আমাদের উপার্জনের মাধ্যম এবং এখানে সবাই ভালো করতে চায় । এই জিনিসগুলো আমাদের আজ বুস্ট আপ করেছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত