জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (National Citizens Party-NCP)।
শুক্রবার বিকালে ঢাকার মানিক মিয়া এভিনিউতে এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়, যা সরাসরি দেখানো হচ্ছে জাতীয় নাগরিক কমিটির ফেইসবুক পাতায়।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির উদ্যেগে নতুন এই দল গঠিত হয়েছে।
নতুন এই দলে আহ্বায়কের পদ নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম। নাগরিক কমিটির আহ্বায়ক আখতার হোসেন নিচ্ছেন নতুন দলের সদস্য সচিবের দায়িত্ব।
কোরআন, গীতা, ত্রিপিটক, বাইবেল পাঠের পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। এরপর জাতীয় নাগরিক কমিটির সদস্য সাইফুল্লাহ হায়দার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকারের বক্তব্যের পর দেখানো হয় জুলাই অভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
বিভিন্ন জেলা থেকে নতুন দলের সমর্থকরাও মানিক মিয়া এভিনিউর এই সমাবেশে যোগ দিয়েছেন।