Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আল আরাফাহ ইসলামী ব্যাংক জাতীয় লিগ টি-টোয়েন্টির জমকালো উদ্বোধন

ncl
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

এর আগেও ঘরোয়া টি-টোয়েন্টির আয়োজন করা হয়েছিল। তবে সেসবের ধারাবাহিকতা দেখা যায়নি। এবার বেশ ঘটা করেই উদ্বোধন করা হলো ঘরোয়া টি-টোয়েন্টি লিগের। জাতীয় লিগের দলগুলোকে নিয়ে হওয়া এই আসরে স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি উন্নতির আশা করা হচ্ছে।                     

জাতীয় লিগে খেলা ৮টি দলের অংশগ্রহণে আগামী ১১ ডিসেম্বর শুরু হবে আল আলাফাহ ইসলামী ব্যাংক টুর্নামেন্টটি। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে হবে লিগ পর্বের ২৮ ম্যাচ। পরে প্লে-অফ পর্বের চার ম্যাচ ও ফাইনাল হবে মিরপুর স্টেডিয়ামে।

আজ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। জাতীয় লিগ টি-টোয়েন্টির টাইটেল স্পনসর আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই স্পনসর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সিলভার পার্টনার রিমার্ক-হারম্যান গ্রুপ।

আজকের অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বিসিবি পরিচালক ফাহিম সিনহা, জাতীয় লিগের টেকনিক্যাল কমিটির সদস্য হাবিবুল বাশার, আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চলচ্চিত্র তারকা আমিন খান, রিমার্ক-হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ উপস্থিত ছিলেন।  

এমন একটি টুর্নমেন্টে খেলার অংশ হতে পেরে স্বভাবতই খুশি স্থানীয় ক্রিকেটাররা। উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও বার্তায় এই আসরে খেলতে পেরে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন তারা। এর আগে ২০১৯ ও ২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে হয়েছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এর বাইরেও ২০১০ সালে জাতীয় লিগেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেবার প্রতি দলে দুজন করে বিদেশি ক্রিকেটারও খেলেছেন।

এর বাইরেও ২০১৩ সালে বিজয় দিবস কাপ টি-টোয়েন্টি, ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করে বিসিবি। ২০০৯ ও ২০১০ সালে চট্টগ্রামে পোর্ট সিটি ক্রিকেট লিগ নামেও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে কোনোটিই ধারাবাহিক হয়নি।

জাতীয় লিগ টি-টোয়েন্টি রনিয়মিত করার আশ্বাস দিয়ে বিসিবি প্রধান্ ফারুক আহমেদ জানিয়েছেন, “বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় লিগ আমাদের ক্রিকেটের মেরুদণ্ডও বটে। এর সঙ্গে আমরা এই বছর থেকে নিয়মিত জাতীয় ক্রিকেট লিগের সঙ্গে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে উদ্যোগী হয়েছি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত