Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

সেজেগুজে চলল ট্রেন

পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে খুলনার পথে শুরু হলো রেল চলাচল। ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোল পর্যন্ত চলাচল করবে নতুন দুই জোড়া আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন। ছবি : হারুন-অর-রশীদ
পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে খুলনার পথে শুরু হলো রেল চলাচল। ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোল পর্যন্ত চলাচল করবে নতুন দুই জোড়া আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন। ছবি : হারুন-অর-রশীদ
[publishpress_authors_box]
প্রথম দিন খুলনা থেকে ৫৫৩ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় জাহানাবাদ এক্সপ্রেস।  কমলাপুর স্টেশনে আসার পর ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : হারুন-অর-রশীদ
প্রথম দিন খুলনা থেকে ৫৫৩ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় জাহানাবাদ এক্সপ্রেস। কমলাপুর স্টেশনে আসার পর ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : হারুন-অর-রশীদ
একই সময়ে উদ্বোধন করা হয় ঢাকা-বেনাপোল রুটে চলাচল করা রূপসী বাংলা এক্সপ্রেস। ছবি : হারুন-অর-রশীদ
একই সময়ে উদ্বোধন করা হয় ঢাকা-বেনাপোল রুটে চলাচল করা রূপসী বাংলা এক্সপ্রেস। ছবি : হারুন-অর-রশীদ
নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে সাড়ে চার ঘণ্টায় ঢাকায় পৌঁছে খুশি যাত্রীরা। ছবি : হারুন-অর-রশীদ
নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে সাড়ে চার ঘণ্টায় ঢাকায় পৌঁছে খুশি যাত্রীরা। ছবি : হারুন-অর-রশীদ
উদ্বোধনী যাত্রার আগে ট্রেনটি সাজানো হয় ফুলে ফুলে, যাত্রীদেরও বরণ করা হয় ফুল দিয়ে। ছবি : হারুন-অর-রশীদ
উদ্বোধনী যাত্রার আগে ট্রেনটি সাজানো হয় ফুলে ফুলে। ছবি : হারুন-অর-রশীদ
নতুন ট্রেনে প্রথম দিনের সফর। ছবি না তুললে চলে। ছবি : হারুন-অর-রশীদ
সাজানো-গোছানো নতুন ট্রেনে প্রথম দিনের সফর। ছবি না তুললে চলে! ছবি : হারুন-অর-রশীদ
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার একদিনের সাপ্তাহিক বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে এ দুটি ট্রেন। ছবি : হারুন-অর-রশীদ
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার একদিনের সাপ্তাহিক বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে এ দুটি ট্রেন। ছবি : হারুন-অর-রশীদ

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত