Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

দেশে দেশে বর্ষবরণ

খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নেওয়ার সময় আতশবাজিতে ঝলমল করে ওঠে হংকংয়ের আকাশ।
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই চীনের উহান শহরে ওড়ানো হয় শত শত বেলুন।
জাকার্তায় নারীদের উল্লাস।
আতশবাজিতে বর্ণিল সিডনি।
রাস্তায় রাস্তায় পটকা ফাটিয়ে আনন্দে মেতে ওঠে ফিলিপাইনের শিশুরা।   
বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করেন সিউলের মানুষ।     
নতুন বছর উদযাপনকালে দুবাইয়ের বুর্জ খলিফার জমকালো সাজ।  
বেশিদিন হয়নি সিরিয়ার দুই যুগের স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন হয়েছে। বাশারমুক্ত দেশে নববর্ষ উদযাপনে মেতেছে সিরীয়রা।         

  
মিসরের গিজা শহরে একের পর এক ফোটানো হয় আতশবাজি।    
মাঝরাতে লন্ডনের আকাশ।

আরও পড়ুন