বিদায়ের ঘোষণা আগেই দিয়েছেন টিম সাউদি। জানিয়েছিলেন, হ্যামিল্টনেই খেলবেন ক্যারিয়ারের শেষ টেস্ট। কথা অনুযায়ী, লাল বলের ক্রিকেটে শেষ চিহ্ন এঁকে নিলেন তিনি। আর এই বিদায়টা হলো রেকর্ড রাঙানো জয়ে। নিউজিল্যান্ড তাদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের কীর্তি গড়ে সাউদিকে বিদায় উপহার দিয়েছে।
হ্যামিল্টন টেস্টে ইংল্যান্ডকে ৪২৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। রানের হিসাবে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছে এবার। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট ৪২৩ রানে জিতেছিল কিউইরা। এটাই তাদের রানে সবচেয়ে বড় ব্যবধানের জয়। ইংল্যান্ডকে হারানোর পথে এই রেকর্ড ছুঁয়েছে কেন উইলিয়ামসনরা।
প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমেছিল ইংল্যান্ড। ৬৫৮ রান টপকে জিততে গেলে টেস্ট ইতিহাস নতুন করে লিখতে হতো তাদের। আগের দিনই ১৮ রানে ২ উইকেট হারিয়ে সেই সম্ভবনা একরকম শেষ হয়ে গিয়েছিল ইংলিশদের। চতুর্থ দিনে এসে সেটির আনুষ্ঠানিকতা সেরেছে সফরকারীরা ২৩৪ রানে অলআউট হয়ে।
চতুর্থ দিনের শুরুতে অবশ্য দৃশ্যপট ভিন্ন ছিল। দুই অপরাজিত ব্যাটার জ্যাকব বেথেল ও জো রুট চমৎকার ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকেন। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। বেথেল ৭৬ ও রুট খেলেন ৫৪ রানের ইনিংস। কিন্তু তাদের বিদায়ের পরই ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। শেষ দিকে গাস আটকিনসন ৪৩ রান করায় নিউজিল্যান্ডের জয় পেতে কিছু দেরি হয়েছে।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার পথে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্যান্টনার। এই স্পিনার ৮৫ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন ম্যাট হেনরি ও টিম সাউদি।
ক্যারিয়ারের শেষ টেস্টেও বল হাতে আলো ছড়িয়েছেন হেনরি। ২ উইকেট পাওয়া এই পেসার টেস্ট ক্যারিয়ার শেষ করলেন ১০৭ ম্যাচ খেলে। নামের পাশে যোগ করেছেন ৩৯১ উইকেট।